চ্যাম্পিয়ন্স লিগে গোলবন্যা, আলো কাড়ল পিএসজি


গতকাল চ্যাম্পিয়ন্স লিগে গোলের উৎসব হয়েছে। এক দিনে ৯ ম্যাচে হয়েছে ৪৩টি গোল। তবে আলো কেড়ে নিয়েছে মূলত প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
বায়ার লেভারকুসেনের মাঠে ৭–২ গোলের বিশাল জয়ে মাঠ কাঁপিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
প্রথমার্ধ থেকেই দাপট দেখায় পিএসজি। উইলিয়ান পাচো ও খিচা কাভারাস্কেইয়ার গোলের মাঝে দু’বার জালের দেখা পান দেজিরে দুয়ে। লেভারকুসেনের আলেহান্দ্রো গ্রিমালদো একটি পেনাল্টি মিস করলেও আলেইক্স গার্সিয়া স্পট কিক থেকে একটি গোল শোধ করেন।
তবে প্রথমার্ধেই উভয় দল হারায় একজন করে খেলোয়াড়—লেভারকুসেনের রবার্ট আন্দরিশ ও পিএসজির ইলিয়া জাবারনি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
বিরতির পর শুরুতেই নুনো মেন্দেস পঞ্চম গোলটি করেন পিএসজির হয়ে। গার্সিয়া ব্যবধান কমালেও (৫–২), এরপরই ইনজুরি কাটিয়ে ব্যালন ডি’অর জয়ের পর প্রথম মাঠে নেমে ষষ্ঠ গোলটি করেন ওসমান দেম্বেলে। ইনজুরি সময়ে ভিতিনহা সপ্তম গোলটি পূরণ করেন।
এই প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে ঘরের বাইরে খেলতে গিয়ে সাত গোল করল পিএসজি। তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে তারা এখন গ্রুপের শীর্ষে, গোল ব্যবধানেও অনেক এগিয়ে।
অন্যদিকে, প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনালও নিজেদের দাপট ধরে রেখেছে। এমিরেটস স্টেডিয়ামে অ্যাতলেতিকো মাদ্রিদকে ৪–০ গোলে উড়িয়ে দিয়েছে মিকেল আর্তেতার দল। ইউরোপে টানা তিন জয় পেল তারা, সেটাও ক্লিন শিট রেখে।
সব গোলই এসেছে দ্বিতীয়ার্ধে—গ্যাব্রিয়েল প্রথমে গোল করেন, এরপর গ্যাব্রিয়েল মার্টিনেলি ব্যবধান বাড়ান। তারপর ভিক্টর গিয়োকেরেস করেন জোড়া গোল।
ম্যানচেস্টার সিটিও জয়ের ধারা বজায় রেখেছে। স্পেনে ভিয়ারিয়ালের বিপক্ষে তাদের ২–০ গোলের জয়ে হাল্যান্ড ও বের্নার্দো সিলভা করেন দুটি গোল। তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে এগিয়ে আছে পেপ গার্দিওলার দল।
এই মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা নরওয়েজিয়ান তারকা হাল্যান্ড সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১১ ম্যাচে করেছেন ১৫ গোল।
অন্যদিকে, আগের ম্যাচে পিএসজির কাছে হারা বার্সেলোনা এবার গোল উৎসব করেছে। অলিম্পিয়াকোসকে উড়িয়ে দিয়েছে ৬–১ ব্যবধানে। ফেরমিন লোপেজ করেন হ্যাটট্রিক, লামিনে ইয়ামাল পেনাল্টি থেকে একটি এবং মার্কাস র্যাশফোর্ড জোড়া গোল করেন।
অলিম্পিয়াকোসের হয়ে একমাত্র সান্ত্বনার গোলটি আসে আয়ুব এল কাবিরের পেনাল্টি থেকে।
ভিওডি বাংলা/ আরিফ