সৌদিতে ৫০ বছরের পুরনো ‘কাফালা’ ব্যবস্থা বাতিল


সৌদি আরবে ৫০ বছর পুরনো ‘কাফালা’ ব্যবস্থা বাতিল করা হয়েছে। এই ব্যবস্থা অনুযায়ী বিদেশি শ্রমিকদের স্পন্সর বা ‘কফিল’ করে নিয়ে যাওয়া হতো, এবং কফিলদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকত শ্রমিকের চাকরি পরিবর্তন, দেশ ত্যাগ ও আইনি সহায়তার ওপর।
২০২৫ সালের জুনে এই ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সৌদিতে থাকা প্রায় ১ কোটি ৩০ লাখ শ্রমিকের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার শ্রমিকরা সবচেয়ে বেশি উপকৃত হবেন।
কাফালা ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয়েছিল ১৯৫০-এর দশকে কমমূল্যের শ্রমিকদের নিয়ন্ত্রণের জন্য। তবে সময়ের সঙ্গে এটি মানবাধিকার লঙ্ঘনের একটি অপব্যবস্থায় রূপ নিলে। কফিলরা পাসপোর্ট রেখে দিতেন, বেতন বিলম্বিত বা না দিয়ে রাখতেন, এবং শ্রমিকদের চলাচলে বিধিনিষেধ আরোপ করতেন। এ ব্যবস্থার কারণে শ্রমিকরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হতেন।
মানবাধিকার সংস্থাগুলো বহু বছর ধরে এই ব্যবস্থা সমালোচনা করে আসছিল, কারণ এটি আধুনিক যুগের দাসত্ব হিসেবে পরিচিত। নতুন নিয়মের ফলে শ্রমিকরা এখন স্বাধীনভাবে কাজ ও দেশে যাতায়াত করতে পারবেন।
সূত্র: ইন্ডিয়া টুডে
ভিওডি বাংলা/জা