• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আবারও বিয়ে করলেন নগর বাউল জেমস

বিনোদন ডেস্ক    ২২ অক্টোবর ২০২৫, ০৫:৩৭ পি.এম.
ফের বিয়ে করলেন জেমস, বাবা হলেন জিবরান আনামের। ছবি: সংগৃহীত

নগর বাউল জেমস আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁর নতুন স্ত্রীর নাম আমেরিকায় প্রবাসী নামিয়া আমিন, যিনি বর্তমানে নামিয়া আনাম নামে পরিচিত। এটি দেশের জনপ্রিয় ব্যান্ড সঙ্গীতজ্ঞ জেমসের তৃতীয় বিয়ে। 

জেমস-নামিয়ার পরিচয় হয়েছিল ২০২৩ সালে লস অ্যাঞ্জেলেসে, যেখানে জেমসের আমেরিকা ট্যুর চলছিল। সেই শো'তেই তাঁদের ঘনিষ্ঠতা এবং সম্পর্কের সূত্রপাত হয়। ট্যুর শেষে জেমস বাংলাদেশে ফিরে আসেন। কিছুদিনের মধ্যেই নামিয়াও মনের টানে বাংলাদেশে আসেন। পরে ২০২৪ সালের ১২ জুন তাঁরা বিয়ে করেন।

বর্তমানে জেমস-নামিয়া দুজনেই ঢাকার বনানীর বাসায় বসবাস করছেন। সুখবর হলো, ২০২৫ সালের ৮ জুন মধ্যরাত ৩:৩৫ মিনিটে নিউইয়র্কের হান্টিং টং হসপিটালে তাঁদের প্রথম পুত্র সন্তান জিবরান আনাম জন্মগ্রহণ করেছেন।

নামিয়ার পিতা নুরুল আমিন এবং মাতা নাহিদ আমিন স্থায়ীভাবে আমেরিকায় বসবাস করছেন। নামিয়া যুক্তরাষ্ট্রে বেড়ে উঠেছেন এবং একজন পরিচিত নৃত্যশিল্পী।

জেমসের আগের দুই বিবাহ থেকে রয়েছে সন্তান। প্রথম স্ত্রী রথির ঘরে এক পুত্র দানিশ ও এক কন্যা জান্নাত, যারা বর্তমানে বিশ্ববিদ্যালয় পাশ করে জীবনের নতুন অধ্যায়ে ব্যস্ত সময় পার করছেন। দ্বিতীয় স্ত্রী বেনজীর সাজ্জাদের সঙ্গে পেশাগত কারণে আলাদা হয়েছেন।

নতুন জীবন শুরু করা জেমস বলেন, “আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। যতদিন বাঁচি, গান গেয়ে যেতে চাই। সবার দোয়া চাই।”

জেমসের বিয়ে ও সন্তান সংবাদটি নিশ্চিত করেছেন তার মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে মেয়েকে প্রকাশ্যে আনলেন রণবীর-দীপিকা
অবশেষে মেয়েকে প্রকাশ্যে আনলেন রণবীর-দীপিকা
৪ দিন আগেই জন্মদিন উদযাপন করলেন পরীমনি
৪ দিন আগেই জন্মদিন উদযাপন করলেন পরীমনি
বলিউডের কিংবদন্তি আসরনি আর নেই
বলিউডের কিংবদন্তি আসরনি আর নেই