• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নেত্রকোণায় বর্ণাঢ্য র‍্যালী

নেত্রকোণা প্রতিনিধি    ২২ অক্টোবর ২০২৫, ০৫:৪৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

জাতীয় নিরাপদ সড়ক দিবস'-২০২৫ উদযাপন উপলক্ষে নেত্রকোণায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২২ অক্টোবর ) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নেত্রকোনা এই কর্মসূচি'র আয়োজন করে। 

সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। 

'মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি' এই প্রতিপাদ্য নিয়ে সকাল ১০টায় অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলাম সরদার। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার।

সভার প্রারম্ভে প্রজেক্টরের মাধ্যমে নিরাপদ সড়ক সম্পর্কে সচেতনতা মূলক তথ্য চিত্র উপস্থাপন করেন বিআরটিএ নেত্রকোনা সার্কেল এর ইন্সপেক্টর রুহুল আমিন।

আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল্ নূর সালেহীন, নেত্রকোনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন কুমার পন্ডিত, জেলা মোটরযান কর্মচারী ইউনিয়ন এর সহ সভাপতি বজলুর রহমান, এনটিভির প্রতিনিধি ভজন দাস, নেত্রকোনা নিরাপদ সড়ক চাই আন্দোলনের সহ সভাপতি ডাঃ ওমর ফারুক, সাধারণ সম্পাদক আলী উছমান প্রমূখ। 

সভায় বক্তারা দুর্ঘটনা মুক্ত নিরাপদ সড়ক গড়ে তুলতে প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে আরো সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করার উপর গুরুত্বারোপ করেন। 

 

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
নলছিটিতে আ’লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
নলছিটিতে আ’লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
নিরাপদ সড়কের র‌্যালিতে হেলমেটবিহীন তিন আরোহী
নিরাপদ সড়কের র‌্যালিতে হেলমেটবিহীন তিন আরোহী