• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শহীদ জিয়াউর রহমান হল সংস্কারে ইবি ছাত্রশিবিরের ২৫ দফা দাবি

ইবি প্রতিনিধি    ২২ অক্টোবর ২০২৫, ০৫:৫০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের সার্বিক উন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টির দাবিতে ২৫ দফা দাবীতে স্মারকলিপি জমা দিয়েছে ইবি শাখা ছাত্রশিবির।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে হল প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী'র নিকট এ স্মারকলিপি জমা দেন সংগঠনটির হল শাখার নেতৃবৃন্দরা।

স্মারকলিপিতে ডাইনিংয়ের খাবারের মান উন্নয়ন, গণরুম সংস্কৃতি বিলুপ্তি, মসজিদ সংস্কার, পানির বিশুদ্ধতা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

স্মারকলিপিতে উল্লেখিত তাদের দাবি সমূহ হলো:

শহীদ জিয়াউর রহমান হল মসজিদের সার্বিক সংস্কার, এসি স্থাপন ও মানসম্মত সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা। গণরুম কালচার সম্পূর্ণরূপে বিলুপ্ত করা। ডায়নিং এর খাবারের মান উন্নয়ন ও ন্যায্য মূল্য নির্ধারণ। হলের খাবারের মান বৃদ্ধির জন্য প্রশাসন কর্তৃক ভর্তুকি বৃদ্ধি করা। পানির ফিল্টারের স্থায়ী সমাধান করা এবং প্রতি ফ্লোরে আলাদা পিউরিফাই মেশিন স্থাপন করা। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে জেনারেটর স্থাপন করা। নিরবিচ্ছিন্ন ও উচ্চ গতি সম্পন্ন ওয়াই-ফাই সংযোগের ব্যবস্থা করা। মেধার ভিত্তিতে সিট বরাদ্দ নিশ্চিত করা এবং যাদের সিট বরাদ্দ হয়েছে, হল প্রশাসনের মাধ্যমে বরাদ্দকৃত সিট সিনিয়রিটির ভিত্তিতে বণ্টন করা।  হলের রুমগুলোতে দুটি সিট রেখে বাকিদের নবনির্মিত হলে স্থানান্তর করা।  প্রত্যেক রুমে সিলিং ফ্যান নিশ্চিত করা। রিডিং রুমে পড়ার পরিবেশ উন্নয়নের লক্ষ্যে সংস্কার ও এসি স্থাপন করা। টয়লেট ও বাথরুম সমূহ সংস্কার, নিয়মিত পরিষ্কার ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা। হলের গেস্ট রুম সংস্কার ও সৌন্দর্য বৃদ্ধি করা। হলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা ও ২৪ ঘন্টা প্রহরী নিশ্চিত করা। জাতীয় দিবসগুলোতে স্পেশাল খাবারের ব্যবস্থা করা। হলের কনফারেন্স রুম নিশ্চিত করা ও ডিবেটিং সোসাইটির রুম ডেকোরেশন করা। হলের প্রতিটি ব্লকে দ্রুত সময়ের মধ্যে সিসি টিভি ক্যামেরা নিশ্চিত করা। হলের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে সম্পন্ন হল নতুন করে রং করা। হলের চারপাশে আগাছা ও ড্রেন পরিষ্কার করা এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। বিশেষ করে জিয়া হল ও সাদ্দাম হোসেন হলের মধ্যবর্তী জায়গা নিয়মিত পরিচ্ছন্ন রাখা। হলে যানবাহন রাখার নির্দিষ্ট স্থান নিশ্চিত করা। হলের প্রতিটি ব্লকে ময়লা ফেলার জন্য ঢাকনা সম্পন্ন ডাস্টবিন বৃদ্ধি করা। ডায়নিং ও টিভি রুম পৃথক করা এবং টিভি রুমে পর্যাপ্ত চেয়ারের ব্যবস্থা করা। ডায়নিং ও হলের ছাদ নিয়মিত পরিষ্কার এবং ছাদ সংস্কার করা। হলে সাপের উৎপাত নিরসনে স্থায়ী পদক্ষেপ গ্রহণ করা। হলের সামনে থেকে জিয়া মোড় পর্যন্ত রাস্তা দ্রুত সংস্কার করা।

ছাত্রশিবিরের শহীদ জিয়াউর রহমান হল শাখার সভাপতি মো. আমিরুল ইসলাম বলেন, 'জুলাই অভ্যুত্থানের পর থেকে বর্তমান পর্যন্ত আমরা এই হলের কোনো দৃশ্যমান উন্নয়ন দেখিনি। দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের জন্য আমরা হল প্রশাসনকে অবহিত করেছি। এর আগে লিখিত ভাবে দাবি-দাওয়া গুলো পেশ করা হয়নি। আমরা ছাত্রশিবির এই প্রথম লিখিত ভাবে দাবিগুলো পেশ করলাম।

তিনি আরো বলেন, এই দাবি দাওয়া গুলো বাস্তবায়নের ক্ষেত্রে হল প্রশাসন যদি অলসতা দেখায় তাহলে হল প্রশাসনকে আমরা আবারও মনে করিয়ে দিব। সার্বিক উন্নয়নের জন্য প্রশাসনকে যতটুকু সাহায্য করা প্রয়োজন আমরা তা করবো।

শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, স্মারকলিপি হাতে পেয়েছি। এ বিষয়ে দেখে সাধ্যের মধ্যে যা পারবো সব করবো ইনশাআল্লাহ। 

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জোবায়েদের খুনিদের ফাঁসির দাবিতে আদালতে ছাত্রদলের বিক্ষোভ
জোবায়েদের খুনিদের ফাঁসির দাবিতে আদালতে ছাত্রদলের বিক্ষোভ
জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যা, সব আসামি গ্রেপ্তার
জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যা, সব আসামি গ্রেপ্তার
বাকৃবিতে ‘বেগম খালেদা জিয়া’ নামে নতুন ছাত্রী হলের উদ্বোধন
বাকৃবিতে ‘বেগম খালেদা জিয়া’ নামে নতুন ছাত্রী হলের উদ্বোধন