• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মায়ামিতে হতে যাওয়া বার্সেলোনার ম্যাচ বাতিল

স্পোর্টস ডেস্ক    ২২ অক্টোবর ২০২৫, ০৬:১৬ পি.এম.
টিম বার্সেলোনা। সংগৃহীত ছবি

লা লিগা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে মায়ামিতে অনুষ্ঠিত হতে যাওয়া বার্সেলোনা ও ভিয়ারিয়ালের মধ্যকার ম্যাচটি।

আগামী ডিসেম্বরের হার্ড রক স্টেডিয়ামে ইউরোপীয়ান লিগের ইতিহাসে প্রথমবারের মতো বিদেশে লা লিগা ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু স্পেনের অভ্যন্তরীণ অনিশ্চয়তা ও প্রশাসনিক জটিলতার কারণে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করেছে আয়োজক কর্তৃপক্ষ।

লা লিগা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ ব্যস্ত সূচির মধ্যেই মায়ামিতে ম্যাচ খেলতে ৭ হাজার ২০০ কিলোমিটার দূরে যেতে হতো বার্সেলোনার খেলোয়াড়দের।
এত দূরের ভ্রমণ নিয়ে সন্তুষ্ট ছিলেন না বার্সার কোচ হ্যান্সি ফ্লিকও। প্রকাশ্যে আপত্তি জানানোর পর থেকেই ম্যাচটি নিয়ে সংশয় তৈরি হয়। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হলো—বাতিল হলো মায়ামি আয়োজন।

লা লিগার আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে স্পেনের অভ্যন্তরে তৈরি হওয়া বিভিন্ন অনিশ্চয়তার কারণে ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সংস্থাটি আরও জানায়, ‌‘এই প্রকল্পটি স্প্যানিশ ফুটবলকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার এক ঐতিহাসিক সুযোগ ছিল। দুর্ভাগ্যবশত, আমরা সেই সুযোগ হারাতে চলেছি।’

এদিকে, মঙ্গলবার থেকে মায়ামি ম্যাচের টিকিট বিক্রি শুরুর কথা ছিল। কিন্তু প্রথমে ‘প্রি-সেল’ স্থগিত করা হয়, পরে পুরো ইভেন্টই বাতিল ঘোষণা করে আয়োজকরা।
ফলে ম্যাচটি এখন অনুষ্ঠিত হবে ভিয়ারিয়ালের ঘরের মাঠে, লা লিগার স্বাভাবিক সূচি অনুযায়ী।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিষেকেই ৫ উইকেট, ৯২ বছরের রেকর্ড ভাঙলেন ‘বুড়ো’ আফ্রিদি
অভিষেকেই ৫ উইকেট, ৯২ বছরের রেকর্ড ভাঙলেন ‘বুড়ো’ আফ্রিদি
সুপার ওভারের নাটকীয়তায় সমতায় ফিরল ওয়েস্ট ইন্ডিজ
সুপার ওভারের নাটকীয়তায় সমতায় ফিরল ওয়েস্ট ইন্ডিজ
বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালিকা কাবাডিতে পদক জয়
বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালিকা কাবাডিতে পদক জয়