• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক    ২২ অক্টোবর ২০২৫, ০৬:৩৬ পি.এম.
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নিয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তারা যমুনায় প্রবেশ করেন।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম ও মাওলানা রফিকুল ইসলাম খান।

এর আগে রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল। বুধবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা বৈঠক মিলিত হয়েছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন বানচালের চেষ্টা হলে জনগণ প্রতিহত করবে
ডা. শফিকুর নির্বাচন বানচালের চেষ্টা হলে জনগণ প্রতিহত করবে
কিছু দল খালেদা জিয়ার প্রশংসা করে ভোটারদের মন জয়ের চেষ্টা করছে
রহমাতুল্লাহ কিছু দল খালেদা জিয়ার প্রশংসা করে ভোটারদের মন জয়ের চেষ্টা করছে
বিজেপির সন্ত্রাস রুখে দিতে আমরা প্রস্তুত: পাটওয়ারী
বিজেপির সন্ত্রাস রুখে দিতে আমরা প্রস্তুত: পাটওয়ারী