যুক্তরাষ্ট্রের ডিভি লটারি থেকে বাদ পড়ল যেসব দেশ


যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের স্বপ্ন পূরণের জন্য জনপ্রিয় ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারিতে ২০২৬ সালে মোট ১৯টি দেশ আবেদন করতে পারবে না। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নভেম্বরের ভিসা বুলেটিন অনুযায়ী, তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন (মূলভূখণ্ড ও হংকংসহ), ব্রাজিল, কানাডা, কলম্বিয়া, ডোমিনিকান প্রজাতন্ত্র, কিউবা, এল সালভাদর, হাইতি, হন্ডুরাস, জ্যামাইকা, মেক্সিকো, নাইজেরিয়া, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, ভেনিজুয়েলা ও ভিয়েতনাম।
নতুনভাবে কিউবা যুক্ত হয়েছে, বাকি দেশগুলো গত বছরও ডিভি লটারির জন্য অযোগ্য ছিল। মার্কিন কর্তৃপক্ষ জানায়, যেসব দেশের নাগরিকরা গত ৫ বছরে বেশি সংখ্যায় যুক্তরাষ্ট্রে অভিবাসন করেছেন, তারা সাধারণত এই প্রোগ্রামের জন্য যোগ্য হন না।
এশিয়ার ৩১টি দেশ ও অঞ্চল এই বছর আবেদন করতে পারবে। এর মধ্যে রয়েছে আফগানিস্তান, ভুটান, বাহরাইন, ব্রুনাই, মিয়ানমার, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, ইসরায়েল, জাপান, জর্ডান, কুয়েত, লাওস, লেবানন, মালয়েশিয়া, মালদ্বীপ, মঙ্গোলিয়া, নেপাল, উত্তর কোরিয়া, ওমান, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, সিরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, পূর্ব তিমুর, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।
ডাইভারসিটি ভিসা বা গ্রিন কার্ড লটারি মার্কিন যুক্তরাষ্ট্রে কম সংখ্যক অভিবাসী দেশগুলোর নাগরিকদের স্থায়ী বাসস্থানের সুযোগ দেয়। প্রতি বছর এই প্রোগ্রামের মাধ্যমে সর্বোচ্চ ৫৫ হাজার স্থায়ী ভিসা বিতরণ করা হয়।
ভিওডি বাংলা/জা