• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন

বাহাদুর শাহ পার্কে ছাত্রদল নেতা আবু বকরের নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ

   ২২ অক্টোবর ২০২৫, ০৬:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আবু বকর খানের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’–এর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পুরান ঢাকার বাহাদুর শাহ (ভিক্টোরিয়া) পার্ক এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে নেতাকর্মীরা জনসাধারণের মাঝে ৩১ দফার মূল বক্তব্য তুলে ধরেন এবং এর উপযোগিতা ও বাস্তবায়ন নিয়ে সচেতনতামূলক প্রচারণা চালান।

সরকারি কবি নজরুল কলেজের শিক্ষার্থী বাদল বলেন, আমি ৩১ দফা আগেও পড়েছি। ধন্যবাদ আমাকে দেয়ার জন্য। আমরা চাই আমাদের জীবনের মান উন্নয়ন হোক। তবে শুধু পরিকল্পনা নয়, বাস্তবায়নও জরুরি।

একজন অভিভাবক মন্তব্য করেন,  মানুষের কাছে আরও বেশি করে পৌঁছাতে হবে। আশা করি আমরা দ্রুত ভোট দিতে পারব।

আবু বকর খান বলেন, দেশ সংস্কারের রূপকার তারেক রহমানের রাষ্ট্র নিয়ে ভাবনা ও পরিকল্পনা প্রচারের লক্ষ্যে আজকের এই লিফলেট বিতরণ। এতে জনগণের আস্থা ও বিএনপির প্রতি সমর্থন আরও বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি।

এসময় উপস্থিত ছিলেন ৩১ দফা নিয়ে গবেষণার সঙ্গে যুক্ত মাহাদী-উল-মোর্শেদ, গবেষক, সেন্টার ফর রিসার্চ ইন মাল্টিডিসিপ্লিন (সিআরএম), জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা।

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জোবায়েদের খুনিদের ফাঁসির দাবিতে আদালতে ছাত্রদলের বিক্ষোভ
জোবায়েদের খুনিদের ফাঁসির দাবিতে আদালতে ছাত্রদলের বিক্ষোভ
জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যা, সব আসামি গ্রেপ্তার
জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যা, সব আসামি গ্রেপ্তার
বাকৃবিতে ‘বেগম খালেদা জিয়া’ নামে নতুন ছাত্রী হলের উদ্বোধন
বাকৃবিতে ‘বেগম খালেদা জিয়া’ নামে নতুন ছাত্রী হলের উদ্বোধন