• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপির বন্ধু আছে, প্রভু নেই: ডা. জাহিদ হোসেন

দিনাজপুর প্রতিনিধি    ২২ অক্টোবর ২০২৫, ০৭:৩৫ পি.এম.
দিনাজপুরে পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। সংগৃহীত ছবি

রোজার আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ‘এবার নির্ভয়ে ভোট দেবেন। বিএনপির বন্ধু আছে, কিন্তু প্রভু নেই।’

বুধবার (২২ অক্টোবর) বিকালে দিনাজপুরের বিরামপুর পৌর এলাকার শিমুলতলী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ, শান্তিনগর প্রাথমিক বিদ্যালয় মাঠ, ভবানীপুর মাদ্রাসা মাঠ ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত কয়েকটি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচি সম্পর্কেও জনগণকে অবহিত করেন।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘মানুষকে বিভ্রান্ত করতে অনেকে নানা কথা বলছে। কেউ বলছে—এই দিকে ভোট দিলে এটা পাওয়া যাবে, ওদিকে ভোট দিলে ওটা পাওয়া যাবে। কিন্তু আমি বলব—দেওয়ার মালিক একমাত্র মহান রাব্বুল আলামিন, আর সুপারিশের অধিকার একমাত্র হজরত মুহাম্মদ (সা.)-এর। তার বাইরে কারও কোনো সুপারিশের ক্ষমতা নেই।’

তিনি আরও বলেন, ‘যেদিন বিচার হবে, সেদিন কেউ কারও জন্য কিছুই করতে পারবে না। একমাত্র নিজের আমলই আল্লাহর রহমত পাওয়ার উপায়। এমনকি বাবা-মাও নিজেদের হিসাব নিয়ে ব্যস্ত থাকবেন। তাই আমাদের উচিত নিজের আমল ও কর্মের দিকে মনোযোগ দেওয়া।’

পথসভাগুলোতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরিকল্পিত অগ্নিকাণ্ড নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র : আবদুস সালাম
পরিকল্পিত অগ্নিকাণ্ড নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র : আবদুস সালাম
যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক চলছে
যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক চলছে
বিমান দুর্ঘটনায় আহতদের সহায়তায় আমিনুল হক
বিমান দুর্ঘটনায় আহতদের সহায়তায় আমিনুল হক