• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক    ২২ অক্টোবর ২০২৫, ০৭:৫২ পি.এম.
স্বামীর হাত ধরে ছবি পোস্ট করে বিচ্ছেদের গুঞ্জনে ইতি টানলেন অভিনেত্রী পূর্ণিমা-ছবি সংগৃহীত

জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা ও তার স্বামী আশফাকুর রহমান রবিনকে ঘিরে সম্প্রতি একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে- তাদের দাম্পত্য জীবনে নাকি ফাটল ধরেছে, এমনকি তারা আলাদা হয়ে গেছেন বলেও দাবি করেন অনেকে। অবশেষে সেই গুঞ্জনে নিজেই ইতি টানলেন পূর্ণিমা।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক হ্যান্ডেলে স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যায়, একটি রেস্তোরাঁয় রবিনের হাত ধরে বসে আছেন পূর্ণিমা। মূলত এই ছবিই প্রমাণ করে- ছড়িয়ে পড়া সব খবরই গুজব, তারা এখনো একসঙ্গেই রয়েছেন।

এর আগে পূর্ণিমা ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, “মানুষের ভিড়ে কিছু মুখ থাকে, যাদের আমরা আপন ভেবে হৃদয়ের দরজা খুলে দিই। কিন্তু সময়ের কঠিন পরীক্ষায় টের পাই- তারা আসলে সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষধর সাপ। প্রয়োজনে তারা বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে।”

তিনি আরও লেখেন, “এদের থেকে দূরে থাকাই শ্রেয়। কারণ মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।”

উল্লেখ্য, কাজের সূত্র ধরেই রবিনের সঙ্গে পূর্ণিমার পরিচয়। তিন বছরের পরিচয় থেকে বন্ধুত্ব, সেখান থেকে পরস্পরের মন দেওয়া-নেওয়া- এরপর বিয়ে। আশফাকুর রহমান রবিনের সঙ্গে পূর্ণিমার এটি দ্বিতীয় বিয়ে।

২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে প্রথম বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। ২০১৪ সালে তিনি এক কন্যাসন্তানের মা হন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে মেয়েকে প্রকাশ্যে আনলেন রণবীর-দীপিকা
অবশেষে মেয়েকে প্রকাশ্যে আনলেন রণবীর-দীপিকা
৪ দিন আগেই জন্মদিন উদযাপন করলেন পরীমনি
৪ দিন আগেই জন্মদিন উদযাপন করলেন পরীমনি
বলিউডের কিংবদন্তি আসরনি আর নেই
বলিউডের কিংবদন্তি আসরনি আর নেই