প্রবাসীরা এবার জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়: ইকবাল


পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির ও পাবনা-৫ (সদর) আসনের জামায়াতের প্রার্থী প্রিন্সিপাল মাওলানা ইকবাল হুসাইন বলেছেন, 'প্রবাসীরা এবার জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। কারণ জামায়াতে ইসলামীর হাতেই বাংলাদেশ নিরাপদ বলে মনে করেন তারা। ৫৪ বছরের ইতিহাসে এবার বিদেশীদের কল্পনা যে তারা বিভিন্ন সময় বিভিন্ন দলকে দেখেছে। আগামী নির্বাচনের আগেই তারা ছুটি নিয়ে দেশে আসবেন। আর যারা ভিসা জটিলতায় দেশে আসতে পারবেন না তারা সরকারের বিশেষ সিস্টেমে ভোট দিবে ওখানে থেকে।'
বুধবার (২২ অক্টোবর) বিকালে পাবনার আতাইকুলা কলেজ মাঠে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এক সপ্তাহের বেশি সময় সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশে প্রবাসীদের কাছে ভোটের প্রচার-প্রচারণা শেষে বুধবার দেশে ফিরেছেন মাওলানা ইকবাল হুসাইন।
পাবনায় আসার আগে তাকে বরণ করতে হাজারো মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা জড়ো হন আতাইকুলা কলেজ মাঠে। পরে সেখান থেকে তাকে শুভেচ্ছা জানিয়ে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে পাবনা টার্মিনাল দিয়ে শহরের আব্দুল হামিদ রোড ও গাছপাড়া মোড় হয়ে দারুল আমান ট্রাস্টের গেটে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার, পাবনা পৌর আমির আব্দুল লতিফ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেজাউল করিম, পৌর জামায়াতের সেক্রেটারি জাকির হোসেন, সহকারী সেক্রেটারি ইকরাম হোসাইন, পাবনা সদর জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল প্রমুখ।
ভিওডি বাংলা/ এমএইচ