• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি ক্রীড়া অপরিহার্য: প্রধান উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক    ২২ অক্টোবর ২০২৫, ০৮:০৯ পি.এম.
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-ছবি সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শিক্ষা ও ক্রীড়া একে অপরের পরিপূরক। একজন শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশে যেমন গঠনমূলক শিক্ষা প্রয়োজন, তেমনি শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নিয়মিত ক্রীড়া চর্চা অপরিহার্য।

তিনি বলেন, শরীরকে সুস্থ রাখার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নৈতিকতা, সহনশীলতা ও নেতৃত্বগুণ গড়ে তোলে। ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে বেড়ে ওঠে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে দেয়া এক বাণীতে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, ‘ক্রীড়া নৈপুণ্যে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পর্যায়ে এ প্রতিযোগিতা আয়োজন অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। তিনি জানান, এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।

তিনি আরও বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন জাতি গঠনে অঙ্গীকারবদ্ধ।”

প্রধান উপদেষ্টা প্রতিযোগিতার সাফল্য কামনা করে অংশগ্রহণকারী কোমলমতি শিক্ষার্থীদের জন্য আন্তরিক শুভকামনা জানান।

সূত্র: বাসস

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিষেকেই ৫ উইকেট, ৯২ বছরের রেকর্ড ভাঙলেন ‘বুড়ো’ আফ্রিদি
অভিষেকেই ৫ উইকেট, ৯২ বছরের রেকর্ড ভাঙলেন ‘বুড়ো’ আফ্রিদি
সুপার ওভারের নাটকীয়তায় সমতায় ফিরল ওয়েস্ট ইন্ডিজ
সুপার ওভারের নাটকীয়তায় সমতায় ফিরল ওয়েস্ট ইন্ডিজ
বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালিকা কাবাডিতে পদক জয়
বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালিকা কাবাডিতে পদক জয়