• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মিউচুয়াল ফান্ড বিধিমালার বিরুদ্ধে বিনিয়োগকারীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক    ২২ অক্টোবর ২০২৫, ০৮:৪১ পি.এম.
রাজধানীর মতিঝিলে মিউচুয়াল ফান্ড বিধিমালার বিরুদ্ধে বিনিয়োগকারীদের বিক্ষোভ কর্মসূচি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রস্তাবিত মিউচুয়াল ফান্ড বিধিমালার বিরুদ্ধে রাজধানীতে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ বিনিয়োগকারীরা।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর মতিঝিলের পুরাতন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের সামনে শতাধিক বিনিয়োগকারী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এ কর্মসূচির আয়োজন করে মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারী ঐক্য ফ্রন্ট ও বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টরস অ্যাসোসিয়েশন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বিএসইসির বিভিন্ন অবিবেচক ও একতরফা সিদ্ধান্তে পুঁজিবাজারে অস্থিরতা তৈরি হয়েছে। সম্প্রতি প্রকাশিত ‘মার্জিন বিধিমালা ২০২৫’ এবং ‘মিউচুয়াল ফান্ড বিধিমালা ২০২৫’–এ এমন সব ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বিনিয়োগকারী ও সার্বিক বাজারের জন্য ক্ষতিকর প্রভাব ফেলবে।

মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারী ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক জহুরুল হক জুয়েল বলেন, “বিএসইসি বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতা উপেক্ষা করে কঠোর নীতিমালা নিচ্ছে। কোনো নীতি প্রণয়নের আগে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনাও করছে না। এর ফলে বাজার থেকে হাজার হাজার কোটি টাকার মার্কেট ক্যাপিটাল উধাও হয়েছে, অনেক বিনিয়োগকারী দেউলিয়া হয়ে পড়েছেন।”

একজন ক্ষুব্ধ বিনিয়োগকারী বলেন, “কঠোর প্রভিশনিং নীতির কারণে টানা দুই বছর কোনো ডিভিডেন্ড পাইনি। এখন আবার কমিশন ফান্ড বন্ধের উদ্যোগ নিচ্ছে। এগুলো আমাদের নিজস্ব বিনিয়োগ করা ফান্ড-বিএসইসির এগুলো জোরপূর্বক বন্ধ করার কোনো অধিকার নেই।”

আরেকজন বিনিয়োগকারী অভিযোগ করেন, নতুন মার্জিন রুলসে ঋণ শুধুমাত্র ‘এ’ ক্যাটাগরির শেয়ারে সীমাবদ্ধ করা হয়েছে। কোনো শেয়ার ‘বি’ বা ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেলে দ্রুত বিক্রির বাধ্যবাধকতা এবং দাম কমলে জোরপূর্বক বিক্রির বিধান বাজারে আতঙ্ক তৈরি করেছে।

ক্যাপিটাল মার্কেট ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শেখ মেহেদী ফারহান বলেন, “রিফর্মের নামে কিছু কর্মকর্তা উদ্ভট নীতিমালা বানাচ্ছেন। আমরা শিশু নই-নিজেদের স্বার্থ বুঝি। ক্ষুদ্র বিনিয়োগকারীদের নাম ভাঙিয়ে আসলে নিজেদের স্বার্থসিদ্ধি করছে কমিশন।”

সংগঠনের সাধারণ সম্পাদক মানিক বলেন, “মার্জিন রুলসে শুভংকরের ফাঁকি রয়েছে। এর কারণে বড় বিনিয়োগকারীরা বাজার ছাড়ছে। আমরা সম্মিলিতভাবে আন্দোলন চালিয়ে যাব।”

বিক্ষোভকারীরা বিএসইসির বিতর্কিত বিধিমালা পুনর্বিবেচনার দাবি জানান এবং বিনিয়োগকারীদের মতামত নিয়ে নতুন বিনিয়োগকারীবান্ধব নীতিমালা প্রণয়নের আহ্বান জানান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯ হাজার ১৬৩ কোটি টাকা
১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯ হাজার ১৬৩ কোটি টাকা
বিএসআরএম ২ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
বিএসআরএম ২ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
পোশাক শিল্পে বড় ক্ষতি, স্যাম্পল ও কাঁচামাল পুড়ে ছাই
পোশাক শিল্পে বড় ক্ষতি, স্যাম্পল ও কাঁচামাল পুড়ে ছাই