• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পশ্চিম তীর দখলের বিল ট্রাম্পের শান্তি পরিকল্পনার জন্য হুমকি : রুবিও

আন্তর্জাতিক ডেস্ক    ২৩ অক্টোবর ২০২৫, ১০:৪৬ এ.এম.
ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও

ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের জুদেয়া ও সামারিয়া এলাকাকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার একটি বিল পাস করেছে ইসরায়েলি পার্লামেন্ট নেসেট।

এ বিলকে যুক্তরাষ্ট্র ‘গাজা শান্তি পরিকল্পনার জন্য হুমকি’ হিসেবে দেখছে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এ তথ্য জানিয়েছেন।

বুধবার (২২  অক্টোবর) ওয়াশিংটন থেকে ইসরায়েলের উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুবিও বলেন,  “তারা (ইসরায়েল) নেসেটে একটি বিল পাস করেছে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন-আমরা এই বিলকে সমর্থন করি না। কারণ এটি গাজার শান্তি পরিকল্পনার জন্য সরাসরি হুমকি।”

তিনি আরও বলেন, “বিলটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই এসেছে-এ নিয়ে সন্দেহ নেই। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এমন পদক্ষেপের ফল হতে পারে উল্টো।”

১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় জুদেয়া ও সামারিয়া দখল করেছিল ইসরায়েল, যা তখন থেকে পশ্চিম তীরের দখলকৃত এলাকা হিসেবেই রয়ে গেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, বুধবার নেসেটে ১২০ আসনের মধ্যে ২৫ ভোটে বিলটি পাস হয়, ২৪ জন বিরোধিতা করেন এবং ৫১ জন ভোট দেওয়া থেকে বিরত থাকেন।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার দল লিকুদ পার্টি বিলটির বিরোধিতা করলেও জোট সরকারের কয়েকজন শরিক দল পক্ষে ভোট দেয়।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর প্রেসিডেন্ট ট্রাম্প গাজা উপত্যকার যুদ্ধবিরতি সংক্রান্ত একটি শান্তি পরিকল্পনা প্রস্তাব করেন। ইসরায়েল ও হামাসের সম্মতিতে ১০ অক্টোবর থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি, যা এখন পর্যন্ত টিকে আছে।

সূত্র : টাইমস অব ইসরায়েল

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবি: ৪০ অভিবাসীর মৃত্যু
তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবি: ৪০ অভিবাসীর মৃত্যু
ইসরায়েলি পার্লামেন্টে পশ্চিম তীর দখলের বিল প্রাথমিকভাবে পাস
ইসরায়েলি পার্লামেন্টে পশ্চিম তীর দখলের বিল প্রাথমিকভাবে পাস
দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রতারণার অস্ত্র হয়ে উঠছে 'স্টারলিংক'
দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রতারণার অস্ত্র হয়ে উঠছে 'স্টারলিংক'