পাংশায় নিউ সন্ধান ডায়াগনস্টিক সেন্টারে চুরি


রাজবাড়ীর পাংশা উপজেলা সড়কে অবস্থিত নিউ সন্ধান ডায়াগনস্টিক সেন্টারে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাতের কোনো এক সময়ে এ চুরি সংঘটিত হয়।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার হারুন জানান, প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে সবাই ফিরে যান। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ৮টার দিকে কর্মী শাহিদা আক্তার এসে প্রতিষ্ঠানের একটি দরজার থাই ভাঙা অবস্থায় দেখতে পান। পরে ভিতরে প্রবেশ করে দেখা যায়, ল্যাব বিভাগ থেকে একটি কম্পিউটার পিসি ও একটি মনিটর এবং পাশের আরেকটি কক্ষ থেকে আরও একটি মনিটর চুরি হয়েছে।
ধারণা করা হচ্ছে, চোরের দল পাশের গাছ বেয়ে ছাদে উঠে সিঁড়ি দিয়ে নিচে নেমে ভিতরে প্রবেশ করে চুরি সংঘটিত করেছে।
এ ঘটনায় পাংশা মডেল থানার এসআই সাজ্জাদ হোসেন শাওন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ঘটনাটির তদন্ত চলছে এবং কর্তৃপক্ষকে থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দেওয়া হয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ