সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা


সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশটি সফর করবেন। আগামী ২৭ অক্টোবর রিয়াদের কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হবে ভবিষ্যৎ বিনিয়োগ উদ্যোগ (এফআইআই) নবম সংস্করণ। তিন দিনব্যাপী এই সম্মেলনে প্রধান উপদেষ্টা বক্তব্য রাখবেন।
প্রধান উপদেষ্টা ২৬ অক্টোবর ঢাকা থেকে রিয়াদের উদ্দেশ্যে রওনা হবেন। গত জুলাইয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ এক বৈঠকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন।
এফআইআই৯-এ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান, পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের গভর্নর ইয়াসির আল-রুমাইয়ান, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, রাশিয়ার রাষ্ট্রপতির বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ, বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-ইওয়েলা, টোকিওর গভর্নর ইউরিকো কোইকে, যুক্তরাজ্যের রাজকোষের চ্যান্সেলর রাচেল রিভস, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে এবং সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা উপস্থিত থাকবেন।
সম্মেলনে বিশ্বব্যাপী আয়ের বৈষম্য, মুক্ত বাণিজ্য, টেকসই প্রবৃদ্ধি, কোয়ান্টাম কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নেতৃত্ব এবং শক্তি রূপান্তরের অগ্রগতি ও চ্যালেঞ্জসহ ভবিষ্যতের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচিত হবে।
এছাড়া প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
ভিওডি বাংলা/জা