• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হরিপুরে মসলার দাম ঊর্ধ্বমুখি, স্বস্তি ফিরেছে সবজিতে

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি    ২৩ অক্টোবর ২০২৫, ০২:০১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঠাকুরগাঁওয়ের হরিপুরে শীতের আগাম সবজি কাঁচা বাজারে আসতে শুরু করায় বাজারে সবজিতে কিছুটা স্বস্তি ফিরলেও কাঁচামরিচ, পেঁয়াজ ও রসুনের এর দাম ঊর্ধ্বমূখী। বাজারে নতুন সবজি হিসেবে দেশি কাটালি বেগুন, টমেটো বেশি দামে বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে পেঁয়াজ ও কাচামরিচ ও রসুনের।

তবে শীতের আগাম সবজি বাজারে সরবরাহ বাড়ায় সবজিতে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে ক্রেতারা। গতকাল বৃহস্পতিবার   সকালে উপজেলার কালিগঞ্জ বাজার, বটতলী বাজার, কাঁঠালডাঙ্গী বাজার,ভাতুরিয়া বাজার হরিপুর নতুন বাজার সহ কয়েকটি খুচরা বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। গত সপ্তাহের তুলনায় কেজিতে ৪০ টাকা বেড়ে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২শ’ টাকা এবং কেজিতে ৫ টাকা বেড়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ টাকা ও কেজিতে ১০ টাকা বেড়ে রসুন বিক্রি হচ্ছে ১৬০ টাকা।

তবে ক্রেতাদের জন্য স্বস্তি ফিরেছে সবজি বাজারে। প্রতি কেজি আলু ১৬ টাকা, কচু ২০টাকা, মুলা ৩০ টাকা, শসা ৪০ টাকা, পটল ৪০ টাকা, ঢেঁরশ ৪০ টাকা, ফুলকপি ৬০ টাকা, ছোট করলা ৬০ টাকা, বড় করলা ৭০ টাকা, লাউ প্রতি পিস ৪০ টাকা, চিচিংগা ৩০ টাকা, কাঁচাকলা ২০ টাকা হালি, কয়থা ৪০ টাকা কেজি।

ভিওডি বাংলা/ এমএইচ

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরাইলে জায়গা বিরোধের জের ধরে সংঘর্ষ, আহত ৩০
সরাইলে জায়গা বিরোধের জের ধরে সংঘর্ষ, আহত ৩০
১৭ বছরে মানুষ ভোটের স্বাদ ভুলে গিয়েছিল: মুশফিকুর
১৭ বছরে মানুষ ভোটের স্বাদ ভুলে গিয়েছিল: মুশফিকুর
ক্রসফায়ার দিয়ে সন্ত্রাস দমন করতে চাই না: আইজিপি
ক্রসফায়ার দিয়ে সন্ত্রাস দমন করতে চাই না: আইজিপি