মগবাজারে দরজা ভেঙে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ঢাকার রাজধানীর রমনার বড় মগবাজার এলাকার নিজ বাসায় শাহনেওয়াজ জামাল (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।
বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহনেওয়াজ জামাল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। সে মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাদিরপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।
পুলিশ জানায়, নিজ রুমে দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে রমনা থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হকসহ পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাত ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই আজিজুল হক জানান, পারিবারিক কলহ থেকে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
তার কিছুটা মানসিক সমস্যাও ছিল। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভিওডি বাংলা/জা







