• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঝালকাঠিতে নুরুলকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি    ২৩ অক্টোবর ২০২৫, ০৩:১৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঝালকাঠির রাজাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রাজাপুর সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. নুরুল ইসলাম খলিফাকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে প্রতিবাদ ও মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে রাজাপুর প্রেসক্লাবের সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, নুরুল ইসলাম খলিফা একজন সৎ, নির্ভীক ও জনপ্রিয় স্থানীয় নেতা। রাজনৈতিক ও ব্যক্তিগত শত্রুতার কারণে তাকে পরিকল্পিতভাবে হয়রানি করা হচ্ছে। তারা অভিযোগ করেন, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে একজন নিরপরাধ মানুষকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা চলছে।

এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন মো. বাচ্চু, মো. কালাম, মোসাঃ মিতু ও মোসাঃ নূরজাহান প্রমুখ। বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও নুরুল ইসলাম খলিফার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বগুড়ায় টিএমএসএস ইন্সটিটিউট অব সায়েন্সএন্ড সাথে জাপান এর চুক্তি স্বাক্ষর
বগুড়ায় টিএমএসএস ইন্সটিটিউট অব সায়েন্সএন্ড সাথে জাপান এর চুক্তি স্বাক্ষর
নেত্রকোণা ৫ পূর্বধলা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু তাহের
নেত্রকোণা ৫ পূর্বধলা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু তাহের
ছাত্রলীগ নেতাকে বহন করা প্রিজনভ্যান ঘিরে ছাত্র-জনতার বিক্ষোভ
ছাত্রলীগ নেতাকে বহন করা প্রিজনভ্যান ঘিরে ছাত্র-জনতার বিক্ষোভ