নবাবগঞ্জে ৭৯ জন গ্রামপুলিশের মাঝে নতুন পোশাক-সরঞ্জাম বিতরণ


দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলায় ৭৯ জন গ্রামপুলিশের মধ্যে পোশাক ও আনুষঙ্গিক সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ২ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলার মোট ৭৯ জন গ্রামপুলিশের হাতে নতুন পোশাক, জুতা, বেল্ট, টর্চলাইটসহ বিভিন্ন সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান বলেন, গ্রামপুলিশ প্রশাসনের মূল শেকড় পর্যায়ে কাজ করে। তাদের দায়িত্বশীলতা ও সততার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সরকার তাদের কাজের স্বীকৃতি স্বরূপ এসব পোশাক ও সরঞ্জাম প্রদান করছে। আমাদের গ্রামীণ আইন শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। উপজেলার ৯ টি ইউনিয়নের মোট ৭৯ জন গ্রামপুলিশ সদস্যকে এসব পোশাক দেওয়া হয়েছে। পোশাকের সঙ্গে ছাতা, লাইট, জুতা ও বেল্ট রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর মাহফুজ , সহ গ্রাম পুলিশ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
গ্রাম পুলিশের সদস্যরা নতুন পোশাক ও সরঞ্জাম পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় আরও আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার করেন।
ভিওডি বাংলা/ এমএইচ