• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যাত্রাবাড়ীতে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক    ২৩ অক্টোবর ২০২৫, ০৩:৫৪ পি.এম.
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ এলাকার নির্মাণাধীন একটি ভবনের নিচতলা থেকে হাত-পা বাঁধা বস্তাবন্দী অবস্থায় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে সায়েদাবাদ ভিখার গলির ফারুকের নির্বাচন ভবনের নিচতলা থেকে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করা হয়। পরে সেটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। 

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা ও বস্তাবন্দি অবস্থায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে সিআইডির ফরেনসিক টিমকে ডাকা হলেও লাশ পচে যাওয়ায় ফিঙ্গারপ্রিন্ট নেওয়া সম্ভব হয়নি। এখনো মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যায়নি।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবকটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে লাশটি বস্তাবন্দি করে ফেলে রাখা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটন ও হত্যাকারীদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জোবায়েদ হত্যায় আটক ৩ : ডিএমপি
জোবায়েদ হত্যায় আটক ৩ : ডিএমপি
গণমাধ্যমের কথা বিশ্বাস করবেন না: ডিসি
গণমাধ্যমের কথা বিশ্বাস করবেন না: ডিসি
ঢাকায় পুলিশকে ছুরি মেরে ফোন ছিনতাই
ঢাকায় পুলিশকে ছুরি মেরে ফোন ছিনতাই