বিএনপির সাথে নেদারল্যান্ডস ইনস্টিটিউট ফর মাল্টিপার্টি ডেমোক্রেসি’র বৈঠক


বিএনপির প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেছে ঢাকায় সফররত নেদারল্যান্ডস ইনস্টিটিউট ফর মাল্টিপার্টি ডেমোক্রেসি’র একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকালে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে নেদারল্যান্ডস ইনস্টিটিউট ফর মাল্টিপার্টি ডেমোক্রেসি প্রতিনিধি দলের প্রোগ্রাম ও নলেজ অ্যাডভাইজার এনআইএমডি তাইউহ নেঙ্গে, হেড অফ পজিশনিং এনআইএমডি মিসেস হেলিন শ্রোয়েন, সিনিয়র প্রজেক্ট ম্যানেজার এএইচইএডি বাংলাদেশ মোহাম্মদ সাহিল প্রমুখ।
বিএনপির প্রতিনিধি দলে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও দলটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ।
ভিওডি বাংলা/ এমএইচপি