• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সৌদিতে নতুন গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ আল-ফাওযান

আন্তর্জাতিক ডেস্ক    ২৩ অক্টোবর ২০২৫, ০৪:৪৮ পি.এম.
শায়খ সালেহ আল-ফাওযান-ছবি সংগৃহীত

সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় পদ ‘গ্র্যান্ড মুফতি’ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রখ্যাত আলেম শায়খ সালেহ বিন ফাওযান আল-ফাওযান। মুসলিম বিশ্বের দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ তাকে এ পদে নিয়োগ দেন।

প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের সুপারিশে ২২ অক্টোবর রাজকীয় আদেশে নিয়োগ ঘোষণা করা হয়। তিনি প্রয়াত গ্র্যান্ড মুফতি শায়খ আবদুলআজিজ আল-শেখের উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

রাজকীয় আদেশ অনুযায়ী, শায়খ আল-ফাওযান সিনিয়র আলেম পরিষদের চেয়ারম্যান ও ইফতা ও গবেষণাবিষয়ক স্থায়ী কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন।

১৯৩৫ সালে কাসিম অঞ্চলের আশ-শিমাসিয়াহতে জন্মগ্রহণ করা শায়খ ফাওযান ইসলামী ফিকহ, আকিদা ও ফতোয়া বিষয়ে বহু গুরুত্বপূর্ণ গ্রন্থের লেখক। তিনি সৌদি রেডিওর জনপ্রিয় অনুষ্ঠান “নূর আলা আল-দার্ব”-এ নিয়মিত আলোচক হিসেবে জনমনে দিকনির্দেশনা দিয়ে আসছেন।

শায়খ সালেহ আল-ফাওযানের নিয়োগকে সৌদি আরবের ধর্মীয় নেতৃত্বে নতুন যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পশ্চিম তীর দখলের বিল ট্রাম্পের শান্তি পরিকল্পনার জন্য হুমকি : রুবিও
পশ্চিম তীর দখলের বিল ট্রাম্পের শান্তি পরিকল্পনার জন্য হুমকি : রুবিও
ইসরায়েলি পার্লামেন্টে পশ্চিম তীর দখলের বিল প্রাথমিকভাবে পাস
ইসরায়েলি পার্লামেন্টে পশ্চিম তীর দখলের বিল প্রাথমিকভাবে পাস
দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রতারণার অস্ত্র হয়ে উঠছে 'স্টারলিংক'
দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রতারণার অস্ত্র হয়ে উঠছে 'স্টারলিংক'