• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য এনবিআরের সুখবর

ভিওডি বাংলা ডেস্ক    ২৩ অক্টোবর ২০২৫, ০৫:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিদেশে থাকা বাংলাদেশি করদাতাদের জন্য ই-রিটার্ন দাখিল আরও সহজ করতে নতুন ব্যবস্থা নিয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ আদেশের মাধ্যমে ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে, এই বিশেষ ব্যক্তিরা ইচ্ছা করলে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।

অনলাইন রিটার্ন দাখিল প্রক্রিয়াটি সহজ এবং ঝামেলামুক্ত হওয়ায়, বিদেশে থাকা অনেক করদাতা এই সুবিধা ব্যবহার করতে আগ্রহী। তবে, আগে মোবাইল ফোনের মাধ্যমে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন ও ওটিপি প্রাপ্তির কারণে বিদেশে থাকা করদাতাদের জন্য সমস্যা দেখা দিচ্ছিল।

সমস্যা সমাধানের জন্য এনবিআর এখন বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের মোবাইলের পরিবর্তে তাদের নিজস্ব ই-মেইলে ওটিপি পাঠাবে। এজন্য করদাতাদের তাদের পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ভিসা-সিল কপি, ই-মেইল অ্যাড্রেস এবং ছবি [email protected]
ইমেইলে পাঠাতে হবে। এরপর আবেদনকারীর ই-মেইলে ওটিপি এবং রেজিস্ট্রেশন লিংক পাঠানো হবে। এই লিঙ্ক ব্যবহার করে তারা ই-রিটার্ন পোর্টালে রেজিস্ট্রেশন করে সহজেই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

অনলাইনে ই-রিটার্ন দাখিলের সময় কোন প্রকার কাগজপত্র আপলোডের প্রয়োজন হয় না। তবে, করদাতাদের উচিত নিজের হেফাজতে সমস্ত প্রয়োজনীয় দলিলাদি সংরক্ষণ করা। ২০২৫-২৬ কর বছরে অনলাইনে ই-রিটার্নে বিপুল সাড়া পাওয়া গেছে; ইতিমধ্যে ৮ লাখ ৫০ হাজারের বেশি রিটার্ন দাখিল হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড দেশ ও বিদেশে থাকা সকল করদাতাকে অনুরোধ করেছে আগামী ৩০ নভেম্বরের মধ্যে ২০২৫-২৬ কর বছরের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করতে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালদ্বীপে হিউম্যান হারমনি অ্যাওয়ার্ডে ১২ বাংলাদেশির সাফল্য
মালদ্বীপে হিউম্যান হারমনি অ্যাওয়ার্ডে ১২ বাংলাদেশির সাফল্য
আমিরাতে কারাবন্দি জুলাইযোদ্ধা আব্দুল হামিদের মৃত্যু
আমিরাতে কারাবন্দি জুলাইযোদ্ধা আব্দুল হামিদের মৃত্যু
লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে বাসস চেয়ারম্যানের মতবিনিময়
লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে বাসস চেয়ারম্যানের মতবিনিময়