নেত্রকোণা ৫ পূর্বধলা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু তাহের


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে। নির্বাচনকে কেন্দ্র করে দলীয় মনোনয়ন পাওয়ার আশায়-১৬০, নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে প্রচারনায় ব্যস্ত রয়েছেন দলীয় প্রার্থীগণ। এই আসনে বিএনপি থেকে যার নাম জোরে-শোরে শোনা যাচ্ছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হেভিওয়েট একজন হচ্ছেন আলহাজ্ব আবু তাহের তালুকদার।
একজন ছাত্রনেতা থেকে কিভাবে জননেতায় পরিণত হন আলহাজ্ব আবু তাহের তালুকদার তার দৃষ্টান্ত উদাহরণ। ছাত্রদলের রাজনীতি থেকে শুরু করে অদ্যাবধি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবীত হয়ে তিল তিল করে গড়ে ওঠা নেতৃত্বে তিনি নেত্রকোণা জেলা ছাত্রদলের সাাবেক আহবায়ক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নেত্রকোণা সরকারি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ভিপি, জেলা বিএনপির তিনবারের সাবেক সফল সাধারণ সম্পাদক, বর্তমান পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রশ্নে সর্ব কঠোর পরিশ্রম আর দৃঢ়তায় প্রতিটি সেক্টরে সফলতার ছাপ রাখছেন নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার এই সন্তান।
যার ফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন নেতা হিসেবে তিনি স্বীকৃত। সংশ্লিষ্ট সূত্র মতে, তৃণমূল পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আস্থাভাজন ও স্নেহভাজন নেতাদের মধ্যে অন্যতম হলেন আবু তাহের তালুকদার।
আলহাজ্ব আবু তাহের তালুকদার স্কুলজীবনেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত হন। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের রাজনৈতিক জীবনে তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও নেত্রকোণা ৫ আসনে ধানের শীষের নমিনি ছিলেন। অত্যান্ত মেধাবী সৎ, ত্যাগী, সাহসী, কর্মীবান্ধব ও সুবক্তা হিসেবে ব্যাপক কদর রয়েছে তাঁর।
১৬ মামলার আসামি তিনি। জেলও খেটেছেন বহুবার। শিক্ষা জীবন শেষে চাকুরীতে না গিয়ে সারাজীবন রাজনীতিতে আত্মনিয়োগ করে আজ তিনি সফল একজন রাজনৈতিক সংগঠক।
নেত্রকোনা- ৫ আসনে আলহাজ্ব আবু তাহের তালুকদার এর বিকল্প নেই।
তিনি অত্যন্ত সৎ, সাহসী ও ত্যাগী নেতা। মামলা হামলা হুমকি-ধমকিতে তিনি কোনদিন বিচলিত হননি। তিনি দলের বিরুদ্ধে চুল পরিমানও নীতিহারা হননি কোনদিন। পূর্বধলা উপজেলার দলীয় নেতাকর্মী ও সহকর্মীদের তিনি গাছের মতো ছায়া দিয়ে আগলে রেখেছেন নিজেকে অসৎকর্ম, দলবাজি ও দুর্নীতির বাইরে রেখে ব্যক্তিগত তহবিল থেকে গরীব-দুঃখী সাধারণ মানুষকে সাধ্যমত সাহায্য করে যাচ্ছেন প্রতিনিয়ত। জনসেবা ও বিপদ-আপদে মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করায় দ্রুত বাড়তে থাকে তার জনপ্রিয়তা। হয়ে ওঠেন সব বয়সী মানুষের নয়ন মনি। পুরো জেলা জুড়ে পরিচিতি পান ক্লিন ইমেজ নেতার খ্যাতি, পূর্বধলা উপজেলার গণ মানুষের নেতা আবু তাহের।
আবু তাহের তালুকদার বলেন, শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি ছাত্র জীবন থেকেই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হই এবং চুল পরিমানও বিচলিত হইনি। এমনকি বেশ কয়েকবার আমার প্রাণনাশেরও চেষ্টা করা হয়েছিল। কিন্তু কোনো রক্তচক্ষু রাজনৈতিক পথ থেকে পিছু হটাতে পারেনি।
বর্ণাঢ্য রাজনৈতিক কর্মবীর আবু তাহের তালুকদার ছাত্রজীবন থেকে মেধার পরিচয় বহন করে আসছেন। মাঠের রাজনীতিতে তিনি কর্মীবান্ধব নেতা। তার সফল নেতৃত্বের মাধ্যমে তারই হাত ধরে আজ অসংখ্য নেতা-কর্মী স্থানীয় ও জাতীয়পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন।
তিনি যেখানেই যান, সেখানেই নেতাকর্মী ও সাধারণ মানুষ ছুটে আসেন। কর্ম আর মেধায় তিনি ছাত্রনেতা থেকে আজ জননেতায় পরিণত হয়েছেন। তাই তৃণমুল থেকে সকলের দাবি এই আসনে পুনরায় যেন আলহাজ্ব আবু তাহের তালুকদার কে মনোনয়ন দেওয়া হয়।
ভিওডি বাংলা/ এমএইচ