• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

১৯৪৭ সাল থেকে ২০২৪ সাল

ক্ষমা চাইলেন জামায়াত আমির

ভিওডি বাংলা ডেস্ক    ২৩ অক্টোবর ২০২৫, ০৫:৪০ পি.এম.
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি-সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত জামায়াতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারও যদি কোনো ক্ষতি হয়ে থাকে আমি সব ব্যক্তি ও সংগঠনের পক্ষে নিঃশর্তে ক্ষমা চাই। আপনারা আমাদের ক্ষমা করে দেবেন।’

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় বুধবার এক মতবিনিময় সভায় শফিকুর রহমান এসব কথা বলেন। দেশের চলমান পরিস্থিতি নিয়ে ইউ ইয়র্কে অবস্থানরত সাংবাদিকদের সঙ্গে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

শফিকুর রহমান বলেন, ‘এই ক্ষমা আমরা কমপক্ষে তিনবার চেয়েছি। গোলাম আযম চেয়েছেন, মতিউর রহমান নিজামী চেয়েছেন, আমিও চেয়েছি। কিছুদিন আগে এটিএম আজহারুল ইসলাম যখন কারামুক্ত হলেন তখন আমি বলেছি, শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে জামায়াতের দ্বারা কারও যদি ক্ষতি হয়ে থাকে তাহলে নিঃশর্ত ক্ষমা চাই।’

জামায়াতের আমির আরও বলন, ‘আজকের দিন পর্যন্ত আমরা ভুল করিনি এ কথা বলবো কীভাবে। আমরা মানুষ, আমাদের ১০০টির মধ্যে ৯৯টি সিদ্ধান্ত সঠিক, একটি তো বেঠিক হতে পারে। সেই বেঠিক সিদ্ধান্তের কারণে আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে আমার মাফ চাইতে অসুবিধা কোথায়। এখন মাফ চাওয়ার পরে বলে, এই ভাষায় চাইলে হবে না, ওই ভাষায় চাইতে হবে। বিনা শর্তে মাফ চাইলাম, কোনো শর্ত দিলাম না, তারপর আর বাকি থাকে কোথায়।’

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালদ্বীপে হিউম্যান হারমনি অ্যাওয়ার্ডে ১২ বাংলাদেশির সাফল্য
মালদ্বীপে হিউম্যান হারমনি অ্যাওয়ার্ডে ১২ বাংলাদেশির সাফল্য
আমিরাতে কারাবন্দি জুলাইযোদ্ধা আব্দুল হামিদের মৃত্যু
আমিরাতে কারাবন্দি জুলাইযোদ্ধা আব্দুল হামিদের মৃত্যু
লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে বাসস চেয়ারম্যানের মতবিনিময়
লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে বাসস চেয়ারম্যানের মতবিনিময়