• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফেসবুকে ভুয়া চাকরির ফাঁদ

ভিওডি বাংলা ডেস্ক    ২৩ অক্টোবর ২০২৫, ০৫:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা সংস্থা সাবলাইম সিকিউরিটি জানিয়েছে, ফেসবুকে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করা হচ্ছে। 

প্রতারকরা কেএফসি, রেড বুল, ফেরারিসহ আন্তর্জাতিক ব্র্যান্ডের নামে চাকরির বিজ্ঞাপন প্রকাশ করছে। এই বিজ্ঞাপনগুলো দেখতে সত্যিকার চাকরির মতোই, কিন্তু এগুলো মূলত ফিশিং ফাঁদ।

প্রথমে ভুক্তভোগীদের ই-মেইলের মাধ্যমে ভুয়া চাকরির প্রস্তাব পাঠানো হয়। ই-মেইলগুলোতে ব্যবহৃত ভাষা এমনকি বড় ভাষা মডেল বা এআই ব্যবহার করে তৈরি বলে ধারণা করা হচ্ছে। ই-মেইলে থাকা লিংকে ক্লিক করলে ব্যবহারকারীকে নকল নিরাপত্তা যাচাই পেজে নেওয়া হয় এবং সেখান থেকে জনপ্রিয় চাকরি অনুসন্ধান প্ল্যাটফর্মের মতো ওয়েবসাইটে পাঠানো হয়। 

এরপর ব্যবহারকারীকে ই-মেইল বা ফেসবুক লগইন করার নির্দেশ দেওয়া হয়। ফেসবুক লগইন বেছে নিলে দেখা যায় একটি ‘লোডিং প্রগ্রেস বার’, যা কখনো শেষ হয় না। এই সময়েই প্রতারকরা ফেসবুক ইউজারনেম ও পাসওয়ার্ড সংগ্রহ করে নেয়।

গবেষকরা বলেছেন, এ ধরনের প্রতারণা সাধারণত অচেনা ই-মেইল ঠিকানা, অস্বাভাবিক ওয়েবসাইট ইউআরএল বা ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে মিল না থাকা লিংক দ্বারা চিহ্নিত করা সম্ভব। এর আগে মাইক্রোসফট ৩৬৫ ও গুগল ওয়ার্কস্পেস ব্যবহারকারীরাও এমন ফিশিং হামলার শিকার হয়েছিল।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, চাকরির বিজ্ঞাপন বা ইমেইল পেলে উৎস যাচাই করা জরুরি। অচেনা লিংকে ক্লিক না করে সরাসরি প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে যাচাই করা উচিত। এছাড়া ফেসবুক ও অন্যান্য অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করলে নিরাপত্তা অনেকাংশে বৃদ্ধি পায়।

ভুলবশত কোনো লিংকে ক্লিক করলে ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকাই সেরা প্রতিরক্ষা। সতর্ক থাকুন, নয়তো ভুয়া চাকরির ফাঁদে পা দিলেই বিপদ নিশ্চিত।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ উইন্ডোজ ১০-এর যেসব সুবিধা বন্ধ হচ্ছে
আজ উইন্ডোজ ১০-এর যেসব সুবিধা বন্ধ হচ্ছে
সারাক্ষণ ফোন চার্জে রাখার অভ্যাস কি ক্ষতিকর?
সারাক্ষণ ফোন চার্জে রাখার অভ্যাস কি ক্ষতিকর?
১৭ দিন পরই বাতিল হয়ে যাবে অতিরিক্ত সিম
১৭ দিন পরই বাতিল হয়ে যাবে অতিরিক্ত সিম