অবসর নেননি সাকিব আল হাসান, জানালেন বিশেষ ইচ্ছা


ক্রিকেটের কোনো ফরম্যাট থেকেই এখনো আনুষ্ঠানিকভাবে অবসর নেননি বলে জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, তিনি চান নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচটি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলতে।
সাকিব বলেন, “না, সত্যি বলতে কোনো ফরম্যাট থেকেই আমি এখনো আনুষ্ঠানিকভাবে বিদায় নেইনি। অবশ্যই, (মিরপুরে শেষ ম্যাচ খেলা) এটা যতটা না আমার জন্য, এর চেয়ে বেশি সমর্থকদের জন্য।”
গত বছর ভারত সিরিজ চলাকালে টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচটি দেশের মাটিতে খেলতে চাইলেও রাজনৈতিক পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। সরকারের অনুমতি মেলে, এমনকি মিরপুর টেস্টের স্কোয়াডেও রাখা হয় তাকে। কিন্তু বিরোধী আন্দোলনের বাধায় দেশে ফেরেননি সাকিব; যুক্তরাষ্ট্র থেকে দুবাই পর্যন্ত এসে শেষ পর্যন্ত ফিরে যেতে হয় তাকে।
২০২৪ সালের ৫ আগস্টের ক্ষমতার পটপরিবর্তনের পর থেকেই জাতীয় দলে সাকিবের অধ্যায় কার্যত ঝুলে আছে। পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য থাকায় তার বিরুদ্ধে দেশে একাধিক মামলা হয়েছে, যার মধ্যে হত্যা মামলাও আছে বলে জানা গেছে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
জাতীয় দলে না থাকলেও ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন সাকিব। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মাইনর লিগে অংশ নিয়েছেন, যেখানে তিনি ছিলেন টুর্নামেন্টের সবচেয়ে বড় তারকা।
নিজের সাম্প্রতিক ক্রিকেট অভিজ্ঞতা নিয়ে সাকিব বলেন, “সত্যি বলতে আমি খুব উপভোগ করেছি। অনেক লোকাল খেলোয়াড়ের সঙ্গে পরিচয় হয়েছে। মনে হয়েছে, অনূর্ধ্ব–১৯ সময়ের মতো সেই পুরোনো ক্রিকেটীয় পরিবেশে ফিরে গিয়েছি।”
ভিওডি বাংলা/ আরিফ