বগুড়ায় টিএমএসএস ইন্সটিটিউট অব সায়েন্সএন্ড সাথে জাপান এর চুক্তি স্বাক্ষর

বগুড়ায়টিএমএসএস ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড আইসিটি (টিআইএসআই) এবং টাউন লাইফ কোং লিমিটেড জাপান মধ্যে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) টিআইএসআই এর কনফারেন্স রুমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
প্রবাসীকল্যাণ ও বৈদেশীক কমসংস্থান মন্ত্রনালয়ের মাননীয় সিনিয়র সচিব জনাব ড. নেয়ামত উল্ল্যা ভঁইয়া এর উপস্থিতিতে বগুড়া সুজাবাদে টিএমএসএস ইন্সটিটিউট অব সায়েন্স এ্যান্ড আইসিটি (টিআইএসআই)-তে অনুষ্ঠিত হয় জাপানের প্রখ্যাত নিয়োগকারী প্রতিষ্ঠান টাউন লাইফ কোম্পানি লিমিটেড এবং টিএমএসএস ইন্সটিটিউট অব সায়েন্স এ্যান্ড আইসিটি(টিআইএসআই)-এর মধ্যেকার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে চুক্তি সময় টিআইএসআই এর পক্ষে টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নিবার্হী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম, এবং টাউন লাইফ কোং লিমিটেড এর পক্ষে পরিচালক তোমিজাওয়া কাজুনো চুক্তিতে স্বাক্ষর করেন।
টিএমএসএস আইসিটি এ্যান্ড এনভায়রনমেন্ট সেক্টর এর উদ্দ্যেগে আয়োজিত এই অনুষ্ঠানে টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রবাসীকল্যাণ ও বৈদেশীক কমসংস্থান মন্ত্রনালয়ের মাননীয় সিনিয়র সচিব জনাব ড. নেয়ামত উল্ল্যা ভঁইয়া, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব হোসনা আফরোজা, জাপানিজ চাকরীদাতা প্রতিষ্ঠানের পরিচালক, তমিযাওয়া কাজুনরী, টিএমএসএস আইসিটি এনভায়রনমেন্ট সেক্টরের নিবার্হী পরামশক জনাব মোহাম্মেদ খাইরুল ইসলাম, উক্ত অনুষ্ঠানে সভাপতিত করেন অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম, নিবার্হী পরিচালক, টিএমএসএস ও চেয়ারম্যান টিআইএসআই।
অনুষ্ঠানে শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন টিআইএসআই এর অধ্যক্ষ জনাব ইঞ্জি: মো: ওবায়দুল্লাহ আল মাহমুদ, টিএমএসএস ও আইসিটি এনভায়রনমেন্ট সেক্টরের কাযক্রম উপস্থাপন করেন ড. নিগার সুলতানা, অনুষ্ঠানে অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন হেল্থ সেক্টরের প্রধান ও উপ-নিবার্হী পরিচালক, টিএমএসএস রোটা: ডা: মতিউর রহমান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টিএমএসএস নর্দান রিক্রুটিং এজেন্সী (টিএনআরএ)-এর ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন স্তরের কমকর্তা এছাড়াও টিএমএসএস-এর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কমকতা ও ছাত্র-ছা্ত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর শেষে জাপানিজ ভাষা সেন্টার উদ্বোধন করেন। বক্তাগণ বলেন এই চুক্তির মাধ্যমে ডিপ্লোমা ইন সিভিল কন্সট্রাকশন ও ইলেকট্রিক্যাল ট্রেডে অধ্যায়নরত শিক্ষার্থীদের মধ্যে জাপানে ৩০০০(তিন হাজার) জনের কমসংস্থান ও প্রশিক্ষণের বাস্তবিক সুযোগ তৈরী হলো। এটি শুধু প্রতিষ্ঠানিক অজন নয়। আন্তজাতিক পরিমন্ডলে প্রবেশের দ্বার উন্মোচিত হলো যেখানে তারা নিজেদের দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের নাম উজ্জল করতে পারবে।
প্রধান অতিথি বলেন তার বক্তবে ভবিৎষতে জাপানিজ নিয়োগকারী সংস্থাগুলোর সাথে সংযুক্ত হওয়ার জন্য আমরা নিরবিচ্ছিন্ন কাজ করে যাবো। এই চুক্তি বাংলাদেশের কারিগির আন্তর্জাতিক শ্রমবাজারে প্রবেশাধিকার ও কর্মদক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূণ ভূমিকা রাখবেন বলে অবহিত করেন। প্রধান অতিথি তার বক্তবের টিএমএসএস একটি মানবকি সংগঠন বলে উল্লেখ করেন এবং তিনি টিএমএসসের ভূয়সি প্রশংসা করেন।
অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষর শেষে টাউনফিল-টিআইএসআই জাপানি ভাষা ও দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র এর উদ্বোধন করা হয় । চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই চুক্তি বাংলাদেশের তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক মানের প্রযুক্তিগত দক্ষতা অর্জনে সহায়তা করবে এবং জাপানসহ অন্যান্য দেশে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন করবে।” এছাড়াও যৌথ ভাবে প্রকল্পের পরিকল্পনা বাস্তবায়ন হবে।
চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে প্রযুক্তি, শিক্ষা ও কর্মসংস্থান ক্ষেত্রের পারস্পরিক সহযোগিতা হাত আরও সুদৃঢ় হবে । এই চুক্তির ফলে শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ লাভ করবে বলে সংশ্লিষ্টরা জানান। চুক্তি স্বাক্ষর শেষে প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও প্রবাসী কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় সচিব ড.নেয়ামত উল্ল্যা ভুঁইয়া এবং টাউন লাইফ কোং লিমিটেড জাপান এর পরিচালক তোমিজাওয়া কাজুনোরি টিএমএসএস বিভিন্ন পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন।
ভিওডি বাংলা/ এমএইচ






