• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশজুড়ে ভূমি অফিসের নিরাপত্তা জোরদারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক    ২৩ অক্টোবর ২০২৫, ০৬:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

নতুন নির্দেশনা অনুসারে, সরকার দেশের সমস্ত ভূমি অফিসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নির্দেশ দিয়েছে। 

ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ এর উপসচিব নুসরাত জাহান নিসু সম্প্রতি এ সংক্রান্ত চিঠি সব জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অগ্নিদুর্ঘটনা ঘটছে। তাই জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ সকল উপজেলা ভূমি অফিস, রাজস্ব সার্কেল ও ইউনিয়ন ভূমি অফিসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি।

এতে আরও বলা হয়েছে, অফিসগুলোতে আকস্মিক অগ্নিদুর্ঘটনা, যেকোনো ক্ষয়ক্ষতি বা বিপর্যয় এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। নিরাপত্তা নিশ্চিত করতে সকল সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পালনে তৎপর হওয়ার অনুরোধ করা হয়েছে। চিঠির কপি সব বিভাগীয় কমিশনার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং সহকারী কমিশনারদের (ভূমি) কাছে পাঠানো হয়েছে।

সরকারের এই পদক্ষেপের লক্ষ্য হলো মাঠ পর্যায়ের ভূমি অফিসগুলোর গুরুত্বপূর্ণ নথি ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসাধারণের সেবা প্রদানের ক্ষেত্রে বিঘ্ন এড়ানো। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার মাধ্যমে যেকোনো দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতি থেকে অফিসগুলোকে সুরক্ষিত রাখা সম্ভব হবে। বিশেষ করে আগুনের ঝুঁকি এবং অননুমোদিত প্রবেশ রোধে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে।

এই উদ্যোগের ফলে অফিস কর্মীদের নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং সাধারণ জনগণও নিরাপদে ভূমি সেবা গ্রহণ করতে পারবে। সরকারি অফিসগুলোতে সিসিটিভি, আগুন নির্বাপক যন্ত্রপাতি ও জরুরি প্রতিকার ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি যথাযথভাবে কমানো সম্ভব।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারাদেশে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ চলছে: ডিএমপি কমিশনার
সারাদেশে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ চলছে: ডিএমপি কমিশনার
সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
ঢাকা সেনানিবাসে সাব-জেলে ১৫ সেনা কর্মকর্তার থাকার ব্যবস্থা
ঢাকা সেনানিবাসে সাব-জেলে ১৫ সেনা কর্মকর্তার থাকার ব্যবস্থা