অচেনা পথ : জামশেদ নাজিম


মনে হয়, আমি ভুল পথে হাঁটছি
চারপাশে চেনা কিছু নেই।
না মানুষ, না আকাশের ভাষা,
শুধু ধুলোবালিতে ঢাকা পায়ের চিহ্ন,
যেন নিজেকেই ফেলে এসেছি বহু আগে।
কতটা পথ হেঁটেছি, পেছন ফিরে দেখিনি—
হঠাৎ ক্লান্তি বলে ওঠে, “অনেক দূর এসেছো।”
তবু পথ? পথ শেষ হয় না,
কেবলই ঘুরপাক খাই নিজের ভেতর।
কবে থেকে যে পরিচিত মুখগুলো
অচেনা হয়ে গেল, বুঝতেই পারিনি।
তারা কি আমায় ফেলে গেছে?
নাকি আমিই ফিরে তাকাইনি কখনো?
হাতের তালুতে আঁকা মানচিত্রটা আজ চুপ—
নতুন ঠিকানায় চিঠি লেখার অভ্যাসও হারিয়েছে।
জানি, উত্তর আসবে না—
কেউ তো আমার অপেক্ষায় নেই।
জীবনের ব্যক্তিগত গল্পটা পালিয়েছিল
এক নির্জন সকালের আড়ালে,
সেদিন জানালার পাশে বসে
শেষবার স্বপ্ন দেখতে চেয়েছিলাম।
ভীষণ যত্নে রাখা আলমারিতে সাজানো
পুতুলপ্রেমটা আজ হাসে না, কাঁদেও না—
শুধু তাকিয়ে থাকে শূন্য চোখে।
যাকে ভালোবেসেছিলাম
নিজের মতো করে।
সে বোঝেনি—
আমিও মানুষ ছিলাম।
ভিওডি বাংলা/ এমপি/ এমএইচপি