বন্ধু বন্ধু ভোট করব, যে নির্বাচিত হবে মেনে নেব: জয়নুল

সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, যতই উসকানি দেওয়া হোক আমরা ২০০১ সালে (জামায়াত-বিএনপি) বন্ধু ছিলাম। এখনো বন্ধু। বন্ধু বন্ধু ভোট করব- এই রায় সবাই মেনে নেব।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের তাহিরপুর তা’মীরুল উম্মাত ইসলামিয়া আলিম মাদ্রাসার আলিম ১ম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন বলেন, প্রফেসর ইউনূস সরকারের সময়ে দেশে নির্বাচন হবে, সেই নির্বাচনে সব ফয়সালা হয়ে যাবে। কারণ এখন হাসিনা নেই, আওয়ামী লীগের সেই পাণ্ডারাও নেই। যারা মাদ্রাসা শিক্ষককে জোর করে দল করতে বাধ্য করেছে তারাও নেই। তাই একটা নির্বাচন এ দেশে হবে। কে হবেন কে হবেন না, আল্লাহ যার কপালে নির্ধারণ করে রেখেছেন সেই হবে।
জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে তিনি বলেন, যারা আপনাদের নেতাদের ফাঁসি দিয়েছে তারা আমার বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের আয়না ঘরে নিয়ে গুলি করে হত্যা করছে। তাদের আর আমাদের রাজনৈতিক মতাদর্শ দুই রকম হতে পারে তাতে কিছু আসে না।
মাদ্রাসার সভাপতি আতাউর রহমান সুজনের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবদুল্লা আল মামুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার আবদুল আজিম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সেক্রেটারি মনির আহম্মেদ, সেনবাগ সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আমিরুজ্জামানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ এমপি