• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইসরায়েলি অর্থমন্ত্রী সৌদি নেতাদের কটাক্ষ

আন্তর্জাতিক ডেস্ক    ২৩ অক্টোবর ২০২৫, ০৬:৪৮ পি.এম.
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে অর্থমন্ত্রী বেজায়েল স্মোরিচ -পুরোনো ছবি

ইসরায়েলি অর্থমন্ত্রী বাজায়েল স্মোরিচ সৌদি আরবের নেতাদের কটাক্ষ করেছেন। তিনি বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ছাড়া সৌদি আরবের সঙ্গে ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না। স্মোরিচের মন্তব্য, “সৌদি আরব যদি আমাদের বলে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বদলে আমাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে, আমি বলব, বন্ধুরা – না ধন্যবাদ। মরুভূমিতে উটে চড়া চালিয়ে যান।” 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক অনুষ্ঠানে স্মোরিচ বলেন, “যদি সৌদি আরব আমাদের বলে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বদলে তারা আমাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে। আমি বলব, বন্ধুরা- না ধন্যবাদ। সৌদি আরবের মরুভূমিতে উটে চড়া অব্যাহত রাখুন।”

সৌদি আরবের নেতাদের নিয়ে স্মোরিচের এমন মন্তব্যে সমালোচনা শুরু হয়েছে। তিনি এমন সময় এসব কথা বললেন যখন আগামী মাসে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রে সফরে যাবেন বলে শোনা যাচ্ছে।
 
তার এ সফলে দখলদার ইসরায়েলের সঙ্গে সৌদির কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ব্যাপারে আলোচনা হতে পারে। যদিও সৌদি স্পষ্টভাবে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যখন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে ঠিক তখন ইসরায়েলকে স্বীকৃতি দেবে তারা। এরআগে ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক হবে না।
 
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, আগামী ১৭ নভেম্বর ক্রাউন প্রিন্স যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন। তিনি পরের দিন ট্রাম্পের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা বিষয়ে কথা বলবেন।

২০১৮ সালে তুরস্কে সৌদির দূতাবাসে সাংবাদিক ও ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাসোগিকে হত্যা করা হয়। ধারণা করা হয়, প্রিন্স সালমানের সরাসরি নির্দেশনায় এ হত্যাকাণ্ড ঘটানো হয়। এরপর আর যুক্তরাষ্ট্রে যাননি সালমান।

২০২১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করেন। এতে বলা হয়, জামাল খাসোগিকে হত্যা পরিকল্পনায় প্রিন্স সালমান নিজে অনুমোদন দিয়েছিলেন। যদিও সৌদি এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছিল।

কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, সালমানের এ সফরে যুক্তরাষ্ট্র ও সৌদির মধ্যে নিরাপত্তা চুক্তি হতে পারে।

এই মন্তব্যের এক সপ্তাহ আগে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। তার সফরে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনা নিয়ে আলোচনা হতে পারে। সৌদি আরব আগে থেকেই জানিয়েছে, ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র গঠনের পরই তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনার ভারতে অবস্থান, সিদ্ধান্ত তার নিজস্ব: জয়শঙ্কর
শেখ হাসিনার ভারতে অবস্থান, সিদ্ধান্ত তার নিজস্ব: জয়শঙ্কর
বাংলাদেশে বাজার হারিয়ে ভারতে পেঁয়াজের ‘শেষকৃত্য’
বাংলাদেশে বাজার হারিয়ে ভারতে পেঁয়াজের ‘শেষকৃত্য’
গাজায় ৫৭ হাজার নারীপ্রধান পরিবার মানবিক সংকটে: জাতিসংঘ
গাজায় ৫৭ হাজার নারীপ্রধান পরিবার মানবিক সংকটে: জাতিসংঘ