• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

টি-টোয়েন্টিতে ফিরলেন লিটন, প্রথম দুই ম্যাচের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক    ২৩ অক্টোবর ২০২৫, ০৬:৫৪ পি.এম.
টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস। সংগৃহীত ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোট থেকে সেরে দলে ফিরেছেন অধিনায়ক লিটন কুমার দাস।

সাইড স্ট্রেইনের কারণে এশিয়া কাপের শেষ দিকের ম্যাচগুলো ও সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি লিটন। ইনজুরি কাটিয়ে আবারও মাঠে ফিরছেন তিনি।

তবে আসন্ন সিরিজে দলে জায়গা হয়নি অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। তিনি এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজে দলের অংশ হলেও এবার বাদ পড়েছেন।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ২৭, ২৯ ও ৩১ অক্টোবর।

সিরিজের বাকি ম্যাচের দল পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিসিবি।

বাংলাদেশ দল:

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।

ভিওডি বাংলা/ আরিফ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাঁতারে রেকর্ডের বন্যা, রাফির একার ৭ রেকর্ড
সাঁতারে রেকর্ডের বন্যা, রাফির একার ৭ রেকর্ড
শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি ক্রীড়া অপরিহার্য: প্রধান উপদেষ্টা
শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি ক্রীড়া অপরিহার্য: প্রধান উপদেষ্টা
দাবাড়ু-কনটেন্ট ক্রিয়েটর ড্যানিয়েল নারোডস্কির মৃত্যু
দাবাড়ু-কনটেন্ট ক্রিয়েটর ড্যানিয়েল নারোডস্কির মৃত্যু