একক প্রার্থীর আসনে ‘না’ ভোটের বিধান থাকবে : আসিফ নজরুল


জাতীয় নির্বাচনে একক প্রার্থীর আসনে ভোটারদের ‘না’ ভোট দেওয়ার সুযোগ থাকবে। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আরপিও আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। একজন প্রার্থী থাকলে ভোটাররা যদি প্রার্থী পছন্দ না করেন, ‘না’ ভোট দিতে পারবেন। এর ফলে নির্বাচনে প্রার্থীর প্রতি সমর্থন না থাকলে পুনঃনির্বাচন হবে।
জোট নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনী জোটে থাকা প্রতিটি দলের নিজস্ব প্রতীক ব্যবহার করতে হবে, যাতে ভোটারদের কাছে স্পষ্ট ধারণা যায়।
পোস্টাল ব্যালেটে প্রসঙ্গে আসিফ নজরুল বলেছেন, যারা ইলেকশনে কাজে ব্যস্ত থাকেন, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রিজাইডিং অফিসার বা অফিসার যারা নির্বাচনী কাজে ব্যস্ত থাকেন, লাখ লাখ মানুষ নির্বাচনী কাজে ব্যস্ত থাকেন, উনাদের ভোট দিতে ভোট দেওয়ার স্কোপ ছিল না। আমাদের বিধান করেছি যে, পোস্টাল ব্যালেটে উনারা ভোট দেবেন। আমাদের যারা প্রবাসী আছেন, উনারা পোস্টাল ব্যালেটে ভোট দেবেন। ইলেকশন কার্যক্রমে যারা নিয়োজিত থাকবেন, পোস্টাল ব্যালটে ভোট দেবেন। ভোট কাউন্টিং এর জায়গাতে মিডিয়া থাকতে পারবে, সেটার বিধান করা হয়েছে।
রাজনৈতিক অনুদান সংক্রান্ত নতুন বিধান সম্পর্কে তিনি বলেন, যেকোনো রাজনৈতিক দানে ৫০ হাজার টাকা বা তার বেশি হলে তা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দিতে হবে এবং দাতা অবশ্যই ট্যাক্স রিটার্ন জমা দেবেন।
তিনি আরও বলেন, আগের আইনের বিধান ছিল যে কোনো একটা নির্বাচনী এলাকায় যদি কোনো ভোট কেন্দ্রে গণ্ডগোল হতো সে ভোট কেন্দ্রের ফলাফল বাতিল করার বিধান ছিল। এখন নির্বাচন কমিশন যদি মনে করে একটা নির্বাচনী এলাকাতেই এত বেশি অনিয়ম হয়েছে যে পুরো নির্বাচনী এলাকার ভোট বাতিল করা উচিত, তাহলে ইলেকশন কমিশন সেটা করতে পারবে। সেই ক্ষমতা দেওয়া হয়েছে।
ভিওডি বাংলা/জা