• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চবিতে শপথ নিলেন চাকসু নবনির্বাচিত প্রতিনিধিরা

চবি প্রতিনিধি    ২৩ অক্টোবর ২০২৫, ০৮:৩৩ পি.এম.
নবনির্বাচিত চাকসু প্রতিনিধিদের শপথবাক্য পাঠ। সংগৃহীত ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিরা শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার নবনির্বাচিত চাকসু প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান। একই সময়ে ৯টি ছাত্র হল, ৪টি ছাত্রী হল ও ১টি হোস্টেলের প্রভোস্টরা সংশ্লিষ্ট সংসদের প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মুহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন চাকসুর সাবেক ভিপি জসিম উদ্দিন সরকার, মাজহারুল হক চৌধুরী, এস এম ফজলুল হক, শামসুজ্জামান হিরা ও মাহমুদুর রহমান মান্না।

শপথ গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন একটি প্রতিনিধিত্বশীল ছাত্র সংসদ পেয়েছে। এই সংসদের মাধ্যমে তারা নিজেদের দাবি-দাওয়াগুলো উপস্থাপন করবে। আজ আমরা নির্বাচন কমিশন হিসেবে শপথ দিয়ে আমাদের দায়িত্ব সম্পন্ন করলাম।”

চাকসুর নবনির্বাচিত ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, “চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচন কোনো চমক দেখানোর জন্য হয়নি। ৩৫ বছর ধরে শিক্ষার্থীরা যে দাবি জানিয়ে এসেছে, এবার আমরা সেই অধিকার আদায়ের জন্য কাজ করব।”

এর আগে, গত বুধবার (১৫ অক্টোবর) ৩৫ বছর পর সপ্তমবারের মতো অনুষ্ঠিত হয় চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচন। কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোটের ইব্রাহিম হোসেন রনি, জিএস পদে একই প্যানেলের সাঈদ বিন হাবিব এবং এজিএস পদে ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক নির্বাচিত হন। কেন্দ্রীয় সংসদের ২৬টি পদের মধ্যে ২৪টিতেই জয় পায় ছাত্রশিবির সমর্থিত প্যানেল।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই দিনব্যাপী মেহেদী উৎসবের মধ্য দিয়ে প্রকাশ্যে এলো ইবি ছাত্রী সংস্থা
দুই দিনব্যাপী মেহেদী উৎসবের মধ্য দিয়ে প্রকাশ্যে এলো ইবি ছাত্রী সংস্থা
জিমনেশিয়ামে নারীদের পৃথক ব্যবস্থা-সহ সাত দফা দাবিতে ইবি ছাত্রদল
জিমনেশিয়ামে নারীদের পৃথক ব্যবস্থা-সহ সাত দফা দাবিতে ইবি ছাত্রদল
জোবায়েদের খুনিদের ফাঁসির দাবিতে আদালতে ছাত্রদলের বিক্ষোভ
জোবায়েদের খুনিদের ফাঁসির দাবিতে আদালতে ছাত্রদলের বিক্ষোভ