• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

১ ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক    ২৩ অক্টোবর ২০২৫, ০৯:৩১ পি.এম.
দ্বিতীয় ওয়ানডেতে অর্ধশতর পর ম্যাথিউ শর্ট। সংগৃহীত ছবি

অ্যাডিলেডে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে দুই উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

২৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২২ বল হাতে রেখে জয় পায় স্বাগতিকরা। দলের হয়ে ২২ বছর বয়সী কুপার কনোলি খেলেন ম্যাচজয়ী ইনিংস—৫৩ বলে অপরাজিত ৬১ রান। ওপেনার ম্যাথিউ শর্টের ব্যাট থেকে আসে ৭৮ বলে ৭৪ রানের ঝকঝকে ইনিংস।

কনোলি ও মিচেল ওয়েনের ৩৯ বলে ৫৯ রানের জুটিতেই জয়ের ভিত্তি গড়ে অজিরা। ওয়েন ৪৩তম ওভারে ওয়াশিংটন সুন্দরের বলে আউট হলে জুটি ভাঙে, তখন অস্ট্রেলিয়ার দরকার ছিল ৪৫ বলে ১৯ রান। যদিও এরপর আরশদীপ সিং ও মোহাম্মদ সিরাজ দ্রুত দুটি উইকেট তুলে ভারতীয় শিবিরে সামান্য আশার আলো জ্বালালেও শেষ পর্যন্ত জয় এড়াতে পারেনি তারা।

অস্ট্রেলিয়া ৮ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ৪৬.২ ওভারে। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন আরশদীপ সিং, হর্ষিত রানা ও ওয়াশিংটন সুন্দর।

৭৩ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা।

এর আগে টস জিতে ব্যাট করে ভারত তোলে ৯ উইকেটে ২৬৪ রান। দীর্ঘ সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে রোহিত শর্মা খেলেন ৯৭ বলে ৭৩ রানের দায়িত্বশীল ইনিংস। শ্রেয়াস আইয়ারের সঙ্গে (৭৭ বলে ৬১) গড়েন ১১৮ রানের গুরুত্বপূর্ণ জুটি।

অক্ষর প্যাটেলের ব্যাট থেকে আসে ৪৪ রান, আর ওয়াশিংটন সুন্দর (৩৯) ও হর্ষিত রানা–আরশদীপ সিং জুটি যোগ করেন আরও ৩৭ রান। তবে ব্যর্থ ছিলেন কোহলি—ক্যারিয়ারে প্রথমবার টানা দুই ম্যাচে ‘ডাক’ মারেন এই তারকা ব্যাটার।

অজিদের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন অ্যাডাম জাম্পা। ৬০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। জাভিয়ের বারলেট নেন ৩৯ রানে ৩ উইকেট, মিচেল স্টার্কের ঝুলিতে দুটি।

সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৫০ ওভারে ২৬৪/৯ (রোহিত ৭৩, আইয়ার ৬১, অক্ষর ৪৪; জাম্পা ৪/৬০, বার্টলেট ৩/৩৯, স্টার্ক ২/৬২)। অস্ট্রেলিয়া: ৪৬.২ ওভারে ২৬৫/৮ (শর্ট ৭৪, কনোলি ৬১*, ওয়েন ৩৬; সুন্দর ২/৩৭, অর্শদীপ ২/৪১)। ফল: অস্ট্রেলিয়া ২ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: অ্যাডাম জাম্পা। সিরিজ: ৩ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ২–০ ব্যবধানে এগিয়ে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাঁতারে রেকর্ডের বন্যা, রাফির একার ৭ রেকর্ড
সাঁতারে রেকর্ডের বন্যা, রাফির একার ৭ রেকর্ড
শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি ক্রীড়া অপরিহার্য: প্রধান উপদেষ্টা
শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি ক্রীড়া অপরিহার্য: প্রধান উপদেষ্টা
দাবাড়ু-কনটেন্ট ক্রিয়েটর ড্যানিয়েল নারোডস্কির মৃত্যু
দাবাড়ু-কনটেন্ট ক্রিয়েটর ড্যানিয়েল নারোডস্কির মৃত্যু