• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক    ২৩ অক্টোবর ২০২৫, ১০:০৬ পি.এম.
ম্যাচ শেষে দুই দলের করমর্দন। সংগৃহীত ছবি

প্রথম ওয়ানডে জিতে সিরিজে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে রোমাঞ্চকর সুপার ওভারে হেরে যেতে হয় মেহেদি হাসান মিরাজের দলকে। তবে তৃতীয় ও শেষ ওয়ানডেতে আর কোনো সুযোগই পায়নি ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ১৭৯ রানের বিশাল জয়ে সিরিজ জিতেছে স্বাগতিকরা।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রান তোলে বাংলাদেশ। জবাবে মাত্র ৩০.১ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা।

সৌম্য-সাইফের ঝড়ো শুরু

বাংলাদেশের ইনিংস গড়ে দেন দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান। উদ্বোধনী জুটিতে মাত্র ৪৬ বলেই আসে দলের পঞ্চাশ। দুর্দান্ত ব্যাটিংয়ে ৪৮ বলে ফিফটি ছোঁন সৌম্য, পরে সেঞ্চুরির কাছাকাছি গিয়ে ৯১ রানে আউট হন। সাইফ খেলেন ৮০ রানের ইনিংস—৭২ বলে ৬ ছক্কায় সাজানো।

আজ দারুণ খেলেছেন দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান।

দুই ওপেনারের বিদায়ের পর রানের গতি কিছুটা কমে যায়। তাওহিদ হৃদয় (২৮) ও শান্ত (৪৪) চেষ্টা করলেও বড় ইনিংস খেলতে পারেননি। শেষ দিকে নুরুল হাসান (৮ বলে ১৬*) ও মেহেদি মিরাজ (১৭ বলে ১৭) দ্রুত রান যোগ করে দলকে কাছাকাছি নিয়ে যান ৩০০ রানের।

স্পিনে বিধ্বস্ত ক্যারিবীয়রা

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই স্পিনে ধসে পড়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং। আলিক আথানজে, আকিম অগাস্টে ও ব্রেন্ডন কিংকে দ্রুত ফেরান নাসুম আহমেদ। পরে তানভির ইসলাম ফেরান বিপজ্জনক শাই হোপকে (৪)।

সিরিজে ১২ উইকেট শিকার রিশাদ হোসেনের।

রিশাদ হোসেন তুলে নেন তিনটি উইকেট, যার মধ্যে রাদারফোর্ডও (১২) ছিলেন। শেষ দিকে আকিল হোসেনের ব্যাট থেকে আসে দলের সর্বোচ্চ ২৭ রান। তাতে কিছুটা লড়াইয়ের আভাস মিললেও ৩০ ওভার এক বল খেলেই শেষ হয়ে যায় তাদের ইনিংস।

বাংলাদেশের হয়ে নাসুম ও রিশাদ ৩টি করে উইকেট নেন, মিরাজ ও তানভিরের ঝুলিতে দুটি করে।

এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২–১ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৫০ ওভারে ২৯৬/৮ (সৌম্য ৯১, সাইফ ৮০, নাজমুল ৪৪, হৃদয় ২৮, মিরাজ ১৭, সোহান ১৬*; আকিল ৪/৪১, অ্যাথানেজ ২/৩৭, চেজ ১/৫৩, মোতি ১/৫৩)।
ওয়েস্ট ইন্ডিজ: ৩০.১ ওভারে ১১৭ (আকিল ২৭, কিং ১৮, অ্যাথানেজ ১৫, কার্টি ১৫. গ্রিভস ১৫; নাসুম ৩/১১, রিশাদ ৩/৫৪, তানভীর ২/১৬, মিরাজ ২/৩৫)।
ফল: বাংলাদেশ ১৭৯ রানে জয়ী।
সিরিজ: ৩–ম্যাচ সিরিজে বাংলাদেশ ২–১–এ জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সৌম্য সরকার
ম্যান অব দ্য সিরিজ: রিশাদ হোসেন

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাঁতারে রেকর্ডের বন্যা, রাফির একার ৭ রেকর্ড
সাঁতারে রেকর্ডের বন্যা, রাফির একার ৭ রেকর্ড
শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি ক্রীড়া অপরিহার্য: প্রধান উপদেষ্টা
শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি ক্রীড়া অপরিহার্য: প্রধান উপদেষ্টা
দাবাড়ু-কনটেন্ট ক্রিয়েটর ড্যানিয়েল নারোডস্কির মৃত্যু
দাবাড়ু-কনটেন্ট ক্রিয়েটর ড্যানিয়েল নারোডস্কির মৃত্যু