• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে রদবদল

নিজস্ব প্রতিবেদক    ২৩ অক্টোবর ২০২৫, ১০:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ডিএমপির উপপুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ছয় কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত-২ আদেশে এ তথ্য জানানো হয়েছে।

পদায়ন করা কর্মকর্তাদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মো. তারেক জুবায়ের এলএলএমকে ক্রাইম বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের উপপুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান পিপিএমকে উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইম বিভাগের উপপুলিশ কমিশনার মো. মনিরুল ইসলামকে উপপুলিশ কমিশনার (প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে আরেক আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. শামীম হোসেনকে ওয়ারী বিভাগের ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার সাগর সরকারকে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. নাসিম উদ্দিনকে সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার) হিসেবে পদায়ন করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১০ মাসে বাংলাদেশে ঢুকেছে ১ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা
১০ মাসে বাংলাদেশে ঢুকেছে ১ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা
দেশ ছেড়েছেন সোহেল তাজ
দেশ ছেড়েছেন সোহেল তাজ
১৩ নভেম্বর ঘিরে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ
১৩ নভেম্বর ঘিরে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ