• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

টি-টোয়েন্টি সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক    ২৪ অক্টোবর ২০২৫, ১০:২৫ এ.এম.
চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড-ছবি সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে স্কোয়াডে পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে তৃতীয় ও শেষ ওয়ানডেতে দাপুটে জয়ে সিরিজ নিশ্চিত করেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এবার দুই দল মুখোমুখি হবে টি-টোয়েন্টি সিরিজে, যা শুরু হবে আগামী ২৭ অক্টোবর চট্টগ্রামে।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) অনুষ্ঠিত হবে তিন ম্যাচের এই লড়াই। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় (২৪ শুক্রবার) সন্ধ্যা ৬টায়। 

স্কোয়াডে পরিবর্তন

নিজেদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় উইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছে, টি-টোয়েন্টি স্কোয়াডে যুক্ত হয়েছেন বাঁ-হাতি স্পিনার খারি পিয়েরে। তবে ইনজুরির কারণে ছিটকে গেছেন দুই পেসার- শামার জোসেফ ও জেডিয়াহ ব্লেডস। ফলে স্কোয়াডের সদস্যসংখ্যা ১৫ থেকে কমে দাঁড়িয়েছে ১৪ জনে।

২৬ বছর বয়সী জোসেফ ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগেই কাঁধে ইনজুরিতে পড়েন। এরপরও বাংলাদেশ সফরের জন্য আশাবাদী ছিলেন, কিন্তু পুনর্বাসন প্রক্রিয়া শেষ না হওয়ায় ছিটকে যান সব ফরম্যাট থেকেই। অন্যদিকে বাঁ-হাতি পেসার ব্লেডস ‘লোয়ার ব্যাক ফ্র্যাকচার’-এর কারণে শুধু বাংলাদেশ নয়, আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকেও বাদ পড়েছেন। তিনি নিজ দেশে ফিটনেস পুনরুদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন।

দু’জনের ইনজুরির পর ওয়ানডে স্কোয়াডে আকিল হোসেন ও রেমন সিমন্ডসকে যুক্ত করা হয়েছিল, যারা আছেন টি-টোয়েন্টি স্কোয়াডেও। এবার যুক্ত হলেন স্পিনার খারি পিয়েরে, যিনি ওয়ানডে সিরিজে তিন ম্যাচে ১ উইকেট নিয়েছিলেন।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি স্কোয়াড

শাই হোপ (অধিনায়ক), অলিক আথানাজে, আকিম অগাস্তে, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, ব্রেন্ডন কিং, গুদাকেশ মোতি, রভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড, রেমন সিমন্ডস ও খারি পিয়েরে।

২৭ অক্টোবর-প্রথম টি-টোয়েন্টি, ২৯ অক্টোবর -দ্বিতীয় টি-টোয়েন্টি, ৩১ অক্টোবর-তৃতীয় টি-টোয়েন্টি, স্থান: বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম, চট্টগ্রাম ও সময়: সন্ধ্যা ৬টা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভিনিসিয়ুসের মনে রিয়াল ছাড়ার ভাবনা! ক্লাসিকোর রেশে নতুন ঝড়
ভিনিসিয়ুসের মনে রিয়াল ছাড়ার ভাবনা! ক্লাসিকোর রেশে নতুন ঝড়
প্রথম ম্যাচ হেরেও সিরিজ জেতার বিশ্বাস সাকিবের
প্রথম ম্যাচ হেরেও সিরিজ জেতার বিশ্বাস সাকিবের
২০২৬ বিশ্বকাপে খেলতে চান মেসি
২০২৬ বিশ্বকাপে খেলতে চান মেসি