• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন ভুয়া: এনসিপির ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক    ২৪ অক্টোবর ২০২৫, ১০:৪৪ এ.এম.
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী-ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন উঠেছে-এমন খবর বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। খবরের বরাতে বলা হয়, দুই সপ্তাহ আগে তিনি দলের আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।

তবে রাত ২টার দিকে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্যকে ‘ভিত্তিহীন ও অসত্য’ বলে দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “নাসীরুদ্দীন পাটওয়ারী এখনো আমাদের সঙ্গেই আছেন। সম্প্রতি তিনি নির্বাচন কমিশনে দলের নিবন্ধনসংক্রান্ত কাজে দায়িত্ব পালন করেছেন। মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি দলের বিভিন্ন উইংয়ের কাজ তদারকি করছেন। তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতির খবর সম্পূর্ণ গুজব।”

একইভাবে, এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ রাতেই ফেসবুকে এক পোস্টে লেখেন, “কনফার্ম করছি, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের সংবাদ গুজব ছাড়া আর কিছুই নয়। এমন অসত্য ও ভিত্তিহীন খবরের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।”

দলীয় সূত্র জানায়, নাসীরুদ্দীন পাটওয়ারী বর্তমানে দলের কার্যক্রমে সক্রিয় রয়েছেন এবং কোনো ধরনের পদত্যাগপত্র দলের কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেননি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় ঐকমত্য কমিশন অনৈক্য সৃষ্টি করেছে—সালাহউদ্দিন
জাতীয় ঐকমত্য কমিশন অনৈক্য সৃষ্টি করেছে—সালাহউদ্দিন
তৃতীয় লিঙ্গের সমঅধিকার নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের
তৃতীয় লিঙ্গের সমঅধিকার নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের
জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে : আমীর খসরু
জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে : আমীর খসরু