ইবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক গবেষণা সম্মেলন ‘কম্পাস’ শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয়ে( ইবি) দুই দিনব্যাপী আন্তর্জাতিক গবেষণা সম্মেলন ‘Computing, Application and Systems (COMPAS) 2025’ এর আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে (টিএসসিসি) উদ্বোধনের মধ্য দিয়ে প্রথম দিনের অধিবেশন শুরু হয়।
সম্মেলনটি আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগার এবং আইসিটি বিভাগ এর যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে।
জানা যায় , এই সম্মেলনে ২৬টি দেশের ২৫০টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মোট ৫১৮ জন লেখক প্রায় ৭৯০টি প্রবন্ধ জমা দেন, যার মধ্যে ২৬৪টি গবেষণা প্রবন্ধ উপস্থাপনের জন্য নির্বাচিত হয়।
সম্মেলনের মূল প্রযুক্তিগত বিষয়গুলোর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, সফট কম্পিউটিং, কম্পিউটেশনাল বায়োলজি, ইন্টারনেট অফ থিংস, ডেটা অ্যানালিটিক্স, নেটওয়ার্ক সিকিউরিটি, সিগন্যাল প্রসেসিং, কম্পিউটার ভিশন, অ্যালগরিদম ও কোয়ান্টাম কম্পিউটিং।
কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম সভাপতিত্বে এবং আইসিটি বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সৈকত ও মারুফা ইয়াসমিন মিশু সঞ্চালনায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম।
মূখ্য আলোচক হিসেবে ছিলেন ইন্সটিটিউট অব বিজনেস ম্যানেজমেন্টের রেক্টর (পাকিস্তান) এর অধ্যাপক ড. তারিক রহিম সুমরো ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক।
অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত অগ্রগতির যুগে এ ধরনের আন্তর্জাতিক আয়োজন গবেষণা ও দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ভবিষ্যতের কাজ মেশিননির্ভর হবে। তাই তরুণ গবেষকদের এসব বিষয়ে গভীর জ্ঞান অর্জন অত্যন্ত প্রয়োজন।”
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি প্রথম পূর্ণাঙ্গ আন্তর্জাতিক সম্মেলন, যা আমাদের গবেষণা ও উদ্ভাবনের যাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক সহযোগিতা ও একাডেমিক মানের প্রতীক।”
তিনি আরও বলেন, “এই সম্মেলন ভবিষ্যৎ বিশ্বের জন্য ডিজিটাল প্রযুক্তির ওপর আলোকপাত করছে, যা আমাদের শিক্ষার্থী ও গবেষকদের নতুন উচ্চতায় নিয়ে যাবে।”
ভিওডি বাংলা/ এমএইচ







