কিছুটা কমেছে সবজির দাম

বিগত কয়েক মাস ধরে টানা ঊর্ধ্বমুখী থাকা সবজির বাজারে অবশেষে স্বস্তির আভাস মিলেছে। রাজধানীর খুচরা বাজারগুলোতে এখন বেশিরভাগ সবজির দাম কিছুটা কমে এসেছে।
আগে যেখানে প্রায় সব সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার ঘরে ছিল, এখন তা নেমে এসেছে ৫০ থেকে ৮০ টাকার মধ্যে। বিক্রেতারা বলছেন, নতুন সবজি বাজারে উঠতে শুরু করায় সরবরাহ বেড়েছে, ফলে দামও কমেছে। শীতের আগমনে আরও নতুন সবজি আসলে দাম আরও কমে আসবে বলে আশা করছেন তারা।
শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর শান্তিনগর, মালিবাগ ও কাঁচাবাজার এলাকায় ঘুরে দেখা গেছে, প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৮০ টাকায়, ঢেঁড়শ ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, ঝিঙে ৬০ টাকা, ধন্দুল ৫০ টাকা ও গোল বেগুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পটল ৬০ টাকা, শিম ১০০ টাকা, পেঁপে ৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৩০ টাকা, লাউ ও ফুলকপি ছোট সাইজে ৫০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা, মূলা প্রতি পিস ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, কচু ৫০ টাকা, কাঁচামরিচ ১৬০ টাকা, টমেটো ১২০ টাকা, গাজর ১০০ টাকা এবং আলু প্রতি কেজি ২০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী খোরশেদ আলম বলেন, “গত কয়েক মাস ধরে সবজির দাম এমন পর্যায়ে গিয়েছিল যে ১০০ টাকার নিচে কিছুই পাওয়া যাচ্ছিল না। এখন কিছুটা স্বস্তি এসেছে। আজকে বাজারে দেখি অনেক সবজির দাম ৫০ থেকে ৮০ টাকার মধ্যে।”
অন্যদিকে মালিবাগ বাজারের সবজি বিক্রেতা আব্দুল মালেক জানান, “নতুন সবজি উঠতে শুরু করেছে, সরবরাহও বেড়েছে। তাই আগের তুলনায় দাম কমে এসেছে। বর্তমানে ৫০ থেকে ৬০ টাকার সবজিই বেশি বিক্রি হচ্ছে, তবে কিছু সবজি এখনো ৮০ থেকে ১০০ টাকার মধ্যে রয়েছে।”
বিক্রেতা ও ক্রেতা-দু’পক্ষই আশা করছেন, নভেম্বরের শুরুতে শীতকালীন সবজি উঠলে বাজার আরও স্থিতিশীল হবে। তাতে সাধারণ ক্রেতার কিছুটা স্বস্তি ফিরবে বলে প্রত্যাশা।
ভিওডি বাংলা/জা





