• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চৌগাছায় কমলা আইসক্রিম ফ্যাক্টারীর লাখ টাকা জরিমানা

যশোর প্রতিনিধি    ২৪ অক্টোবর ২০২৫, ১১:৩৫ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

যশোরের চৌগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও ক্ষতিকর রং দিয়ে আইসক্রিম তৈরির প্রমাণ মেলায় কমলা আইসক্রিম ফ্যাক্টরির মালিক রাশিদুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে চৌগাছা-ঝিকরগাছা সড়কের ছুটিপুর স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন যশোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

জানা গেছে, অভিযানকালে ওই কারখানায় যশোর ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত আইসক্রিমে ক্ষতিকর রং মেশানো দেখতে পান। বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল রং ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার আইসক্রিম তৈরি এবং অবৈধভাবে বিভিন্ন কোম্পানির আইসক্রিম তৈরির কার্যক্রম দেখতে পান। যে কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ও ৫১ ধারায় ব্যবসায়ী রাশিদুল ইসলামকে এক লাখ টাকা অর্থদণ্ড দেন।

অভিযানে ক্যাব সদস্য রকিব উদ্দিন সরকার, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেন্দুয়ার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
কেন্দুয়ার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
নলছিটিতে দপ্তরির ইঁদুর মারা ফাঁদে স্বেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যু
নলছিটিতে দপ্তরির ইঁদুর মারা ফাঁদে স্বেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যু
পাশাপাশি তিন ভাইয়ের কবর, কুমারখালীর মোহাম্মদ চলছে শোকের মাতম
পাশাপাশি তিন ভাইয়ের কবর, কুমারখালীর মোহাম্মদ চলছে শোকের মাতম