৫শ’ বছর পর প্রার্থনায় অংশ নিলেন পোপ ও ব্রিটিশ রাজা

প্রায় ৫০০ বছর পর প্রথমবারের মতো কোনো ইংরেজ রাজা ও ক্যাথলিক পোপ একসঙ্গে প্রার্থনায় অংশ নিয়েছেন। ভ্যাটিকানের ঐতিহাসিক সিস্টিন চ্যাপেলে ব্রিটিশ রাজা চার্লস তৃতীয় ও পোপ লিও যৌথভাবে প্রার্থনা করেন।
১৫৩৪ সালে রাজা হেনরি অষ্টমের সময় রোমান ক্যাথলিক চার্চ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর এই ধরনের যৌথ প্রার্থনা আর হয়নি। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রার্থনার সময় চার্চ অব ইংল্যান্ডের সর্বোচ্চ ধর্মীয় অভিভাবক হিসেবে রাজা চার্লস পোপের বাম পাশে বেদির কাছে বসেন। প্রার্থনা পরিচালনা করেন পোপ লিও ও অ্যাংলিকান আর্চবিশপ স্টিফেন কটরেল। এতে অংশ নেয় সিস্টিন চ্যাপেলের কয়ার ও রাজ পরিবারের দুই কয়ার দল।
এর আগে রাজা চার্লস শেষ তিন পোপের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পোপ জন পল দ্বিতীয় ও বেনেডিক্ট ষোড়শ ব্রিটেন সফরও করেছিলেন, তবে যৌথ প্রার্থনা কখনও হয়নি।
রাজা চার্লসের ভ্যাটিকান সফরকে ক্যাথলিক ও অ্যাংলিকান চার্চের সম্পর্কোন্নয়নের ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। রানী কামিলাসহ এই সফর দুই চার্চের পাঁচ শতাব্দী আগের বিভেদের ক্ষত নিরাময়ের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।
ওয়েস্টমিনস্টার অ্যাবির ধর্মতত্ত্ববিদ রেভারেন্ড জেমস হকি বলেন, “সিস্টিন চ্যাপেলের মতো অসাধারণ স্থানে এই মুহূর্তটি ইতিহাসের এক ধরনের স্বস্তি এনে দিয়েছে। এক প্রজন্ম আগেও এটা কল্পনার বাইরে ছিল।”
উল্লেখ্য, ১৫৩৪ সালে পোপ ক্লেমেন্ট সপ্তম রাজা হেনরি অষ্টমের বিবাহ বাতিলের অনুরোধ প্রত্যাখ্যান করেন। এর ফলে ইংল্যান্ড আনুষ্ঠানিকভাবে ক্যাথলিক চার্চ থেকে বিচ্ছিন্ন হয়। হেনরির পুরুষ উত্তরাধিকারীর আকাঙ্ক্ষা ও গির্জার সম্পত্তি দখলের ইচ্ছা ছিল বিভেদের প্রধান কারণ। পরে হেনরির দুই কন্যা মেরি ও এলিজাবেথের শাসনামলে দেশজুড়ে ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টদের মধ্যে ধর্মীয় সংঘাতে শত শত মানুষ প্রাণ হারায়।
ভিওডি বাংলা/জা







