মিসরের মধ্যস্থতায় গাজা নিয়ন্ত্রক হামাস ও ফাতাহের বৈঠক

ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস তাদের প্রতিপক্ষ ফাতাহ’র সঙ্গে বৈঠক করেছে। মিসরের মধ্যস্থতায় বৃহস্পতিবার কায়রোতে অনুষ্ঠিত এই বৈঠকে গাজার বর্তমান পরিস্থিতি এবং যুদ্ধবিরতির সম্ভাব্য দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে দুই গোষ্ঠীর নেতারা ফিলিস্তিনের জাতীয় স্বার্থ অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতে আরও বৈঠক করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন। মিসরের সংবাদমাধ্যম আল কাহেরা নিউজ জানিয়েছে, যুদ্ধবিরতির মধ্য দিয়ে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে নতুন মাত্রা দেওয়া এবং রাজনৈতিক অগ্রগতির প্রাথমিক প্রস্তুতি হিসেবে এই বৈঠক হয়েছে।
একই দিনে মিসরের রাষ্ট্রীয় গোয়েন্দা প্রধান হাসান রাশাদ ফিলিস্তিনের অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন। এতে অংশ নেন হামাসের মিত্র সশস্ত্র গোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ, পশ্চিম তীরে ক্ষমতাসীন ফিলিস্তিনি কৃর্তৃপক্ষের অন্তর্ভুক্ত ডেমোক্র্যাটিক ফ্রন্ট ফর লিবারেশন অফ প্যালেস্টাইন এবং পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের প্রতিনিধিরা।
গাজা ও পশ্চিম তীরের রাজনৈতিক ইতিহাস অনুযায়ী, ২০০৬ সালের নির্বাচন পর্যন্ত উভয় অঞ্চলই ফাতাহের নেতৃত্বাধীন পিএ জোটের অধীনে ছিল। তবে নির্বাচনে জয়ী হয়ে হামাস গাজায় সরকার গঠন করে ফাতাহকে উৎখাত করে। দীর্ঘদিন ধরেই দুই গোষ্ঠীর সম্পর্ক ছিল বৈরী।
তবে সম্প্রতি ইসরায়েলি সামরিক অভিযানের চাপ এবং বিশ্বজুড়ে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির শক্তিশালী হওয়ার কারণে গাজার রাজনৈতিক দলগুলো অতীত শত্রুতা ভুলে মিলিত হওয়ার চেষ্টা করছে। মিসরের এই বৈঠকে তার আভাস পাওয়া যাচ্ছে। এর আগে ২০২৪ সালে চীনের মধ্যস্থতায় বেইজিংয়ে হামাস ও ফাতাহ বৈঠক করেছিলেন, কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই তা শেষ হয়।
সূত্র: এএফপি
ভিওডি বাংলা/জা







