• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফাতাহসহ সব ফিলিস্তিনি জাতীয় সংলাপের জন্য প্রস্তুত

আন্তর্জাতিক ডেস্ক    ২৪ অক্টোবর ২০২৫, ০১:৩৩ পি.এম.
ফাতাহ ও অন্যান্য ফিলিস্তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় সংলাপে বসার জন্য প্রস্তুত-ছবি সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস পশ্চিম তীরে ক্ষমতাসীন ফাতাহসহ সব ফিলিস্তিনি দল ও গোষ্ঠীর সঙ্গে জাতীয় সংলাপের জন্য প্রস্তুত। গোষ্ঠীর মুখপাত্র হাজেম কাসেম সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

তুরস্কের সরকারি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে হাজেম কাসেম বলেন, সম্প্রতি মিসরের মধ্যস্থতায় কায়রোতে ফাতাহ ও হামাসের নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর হামাসের হাইকমান্ড জাতীয় সংলাপের জন্য সব ফিলিস্তিনি রাজনৈতিক দল ও গোষ্ঠীর সঙ্গে সংলাপ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, “প্যালেস্টাইনিয়ান অথরিটি হলো এমন একটি প্রতিষ্ঠান, যাকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। আমরা খোলা মনে সব ফিলিস্তিনি রাজনৈতিক দল ও গোষ্ঠীর সঙ্গে সংলাপে বসতে চাই এবং তাদের প্রতি হাত বাড়িয়ে দিতে চাই।”

হাজেম আরও উল্লেখ করেন, ফিলিস্তিন বর্তমানে একটি জটিল পরিস্থিতির মধ্যে রয়েছে। তাই গাজা ও পশ্চিম তীরে সক্রিয় রাজনৈতিক দল ও গোষ্ঠীর মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার প্রয়োজন রয়েছে। তিনি বলেন, “আমরা সদ্য একটি ভয়াবহ যুদ্ধকে পেছনে ফেলেছি, তবে বিপদ এখনও কাটেনি। কোনো বিপর্যয় ঘটলে শুধু হামাস নয়, গাজা ও পশ্চিম তীরে বসবাসকারী সব ফিলিস্তিনিই তার ভুক্তভোগী হবে।”

এর আগে ২০০৬ সালের নির্বাচনের পর হামাস গাজা উপত্যকার নিয়ন্ত্রণ গ্রহণ করে ফাতাহ ও প্যালেস্টাইনিয়ান অথরিটির সঙ্গে সম্পর্ক চরমভাবে তিক্ত হয়ে যায়। এরপর থেকে গাজায় কোনো নির্বাচন হয়নি। চীনের মধ্যস্থতায় ২০২৪ সালে দুই পক্ষ ঐক্যের চেষ্টা করলেও ফলাফল সন্তোষজনক হয়নি।

গতকাল মিসরের মধ্যস্থতায় কায়রোতে বৈঠকের পর হাজেম কাসেম আনাদোলু এজেন্সিকে সাক্ষাৎকার দিয়েছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফিলিস্তিনে সেনা পাঠাতে চায় মালয়েশিয়া
ফিলিস্তিনে সেনা পাঠাতে চায় মালয়েশিয়া
ভেনেজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ
ভেনেজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ
পৃথিবীর সেরা পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা রাশিয়ার — দাবি পুতিনের
পৃথিবীর সেরা পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা রাশিয়ার — দাবি পুতিনের