টপ নিউজ
কাতারে চট্টগ্রাম সমিতির আংশিক কমিটি ঘোষণা
ভিওডি বাংলা ডেস্ক
২৪ অক্টোবর ২০২৫, ০৩:৫৮ পি.এম.

ছবি: সংগৃহীত
কাতারে বসবাসরত বৃহত্তর চট্টগ্রামবাসীর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ঐক্য জোরদারের লক্ষ্যে গঠিত হলো “চট্টগ্রাম সমিতি কাতার”।
স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টায় দোহা নাজমা হলিডে ইন বিজনেস পার্কের হলরুমে সমিতির আংশিক কমিটি ঘোষণা করা হয়।
লায়ন মোহাম্মদ মঈন উদ্দিন ইসমাইল মুনসুরকে সভাপতি ও মোজাম্মেল হোসেনকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠানে মাওলানা জমির উদ্দিন, কাজী ফারুক পেয়ারু, মোহাম্মদ আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিউদ্দিন কাজল। বিপুলসংখ্যক কাতার প্রবাসী চট্টগ্রামবাসীর অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। নবনির্বাচিত সভাপতি জানান, আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
ভিওডি বাংলা/জা





