• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,৭২৬

ভিওডি বাংলা ডেস্ক    ২৪ অক্টোবর ২০২৫, ০৫:৫৮ পি.এম.
গ্রেপ্তার প্রতীকী ছবি : ভিওডি বাংলা গ্রাফিক্স

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারদের মধ্যে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১৮৫ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৪১ জন।

অভিযান চলাকালে দুইটি বিদেশি পিস্তল, একটি একনলা পাইপগান, দুইটি এলজি, একটি ম্যাগাজিন, চার রাউন্ড কার্তুজ, চারটি ছুরি, একটি চাপাতি ও একটি কুড়াল জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ সদর দপ্তর।

মোহাম্মদপুরে গ্রেপ্তার ১৩

এদিকে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, অভিযানে নিয়মিত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নাজমা (২৫), সুমি আক্তার শিল্পী (২২), মোবারক (৪০), হাফিজুল (২৭), টিপু (৩০), আশিক (৩০), শ্রাবণ শাওন (২৫), তৈমুর আরিফ (৩৮), রাসেল (২৪), আব্দুল করিম (২২), বিল্লাল (৩২), মনির (৩০) ও হান্নান ইমরান (২০)।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা